![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরের এক কোণে
কিছু মানুষ,
অবিরত স্বপ্ন বুনে !!!
ওরা মানুষ !!!
ওদেরও জীবন আছে!!!
রুপসী বাংলা'র বারে
হাজার টাকা!!!
অবিরত উড়ে.
হাজার বোতল
কাচের বোতল!!!
হাজার টাকা!!!!
আরে বোকা, ওরে স্বপ্ন বুনা পাগল
তুই তো মরবিই,
তোর যে চাই মোটে হাজার ৮ টাকা!!!
পায়ে হেটে চলে স্বপ্ন,
গাড়িতে চলে রুপসী বাংলা!!!
আসর বসে প্রতিরাতে
ওরে মানুষ,,
বোকা মানুষ!!!!
রুপসী বাংলা তোরে খায়
খায় তোর ৮ হাজার টাকা!!!!
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৯
কুম্ভ রাশি বলেছেন: ভালো লাগল
৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ!!!!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩
নিঃশব্দ শিশির! বলেছেন: গার্মেন্টস কর্মীদের জন্য আমার এই আবোল তাবোল লেখা!!!