![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই পুরোনো কথা!!
এতো বছর পর,
এতো কিছুর পর,
আবারো বলা হলো!!
সেই পুরোনো কথা,
সেই পুরোনো মানুষকে,
বুকের ভেতর জমে থাকা কিছু জিজ্ঞাসা
কিছু পুরোনো অনূভূতি...!!
কত কত সময় পর,
কত কত আবেগের পর
আবারো বলা হলো।
সেই পুরোনো কথা!!!
ভালো থেকো তুমি, ভালো থেকো।।
খোকা , বুড়ো সবাইকে নিয়ে।
সেই পুরোনো তুমি, এখন আরো পুরোনো।।
বদলে গেছে সব আবেগ, বদলে গেছে সব কথা।।
বদলে গেছে হিসেব, বদলে গেছে কথামালা।।।
সেই পুরোনো কথা।।
পুরোনো সব জঞ্জাল
পুরোনো সব কষ্ট
পুরোনোই থাক!!
ভুলে যাওয়া গানের কথা ভুলেই যাই।।
কি হবে আর সেই সব কথামালায়
যখন সময় গিয়েছে চলে,
সেই পুরোনো নিয়মে।।।
নতুনে বাচিঁ,
নতুনে স্বপ্ন বুনি,
নতুনে পথ চলি,
নতুনেই অটুট থাকুক পুরোনো বন্ধুত্ব!!!
নতুনের মাঝেই মহত্ব!!!!
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ!!!
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লাগলো
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
নিঃশব্দ শিশির! বলেছেন: ভীষণ ধন্যবাদ!!!
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ভালো থেকো তুমি, ভালো থেকো।।
খোকা , বুড়ো সবাইকে নিয়ে।
সেই পুরোনো তুমি, এখন আরো পুরোনো।।
বদলে গেছে সব আবেগ, বদলে গেছে সব কথা।।
বদলে গেছে হিসেব, বদলে গেছে কথামালা।।।
সেই পুরোনো কথা।।
এটুকু বেশি ভাল লাগলো।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬
নিঃশব্দ শিশির! বলেছেন: একটু বেশি ধন্যবাদ!! আর ভাইজান হুমায়ূন সাহেবের ছবির জন্য আরো একটু বেশি ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬
বোকামন বলেছেন:
ভুলে যাওয়া গানের কথা ভুলেই যাই।।
কি হবে আর সেই সব কথামালায়
যখন সময় গিয়েছে চলে,
সেই পুরোনো নিয়মে।।।
ভীষণ ভালো লাগলো কবিতাটি .... সহজ সুন্দর ...
“+”