নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

আমরা কত সহজেই না একজন আরেকজনকে ভুলে যাই...!!!!

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

দীর্ঘ ১৩ বছর পর আজ এক বন্ধুর সঙ্গে কথা হলো,,!! দেখাও হলো...!!!

সেই যে কলেজ এর পর আজ আবার দেখা...!! মাঝ খানে কেটে গেছে ১৩ বছর!!! এর মধ্যে কত কি পরিবর্তন হয়েছে!!!!

১৩ বছর আগের আর পরের...!! বন্ধুটি এখন অস্ট্রেলিয়া থাকে, কয়দিন আগে সে আমাকে ফেসবুকে খুঁজে পেয়েছে...!!! প্রথমে আমি তো বুঝতেই পারি নাই, কার কাছ থেকে রিকোয়েস্ট এসছে...!!!! আজ দেথা হলো স্কাইপিতে,,,ওর পিচ্চিকেও দেখলাম,!!! ভালো লাগলো অনেক!!

প্রযুক্তি আমাদের অনেক কিছুকেই সহজ করেছে,,,,!!! দূরকে করেছে কাছে...!!!





বিশ্ববিদ্যালয় জীবনের তিন জন সহপাঠী, যারা আমার ফেসবুক ব্যবহারের শুরু থেকেই আমার ফ্রেন্ড লিস্টে ছিল!!অতি সম্প্রতি তারা আমাকে ফেসবুক থেকে বাদ দিয়েছে!!! এদের মধ্যে ২ জনের সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল প্রায় বছর পাঁচেক আগে!!! আর একজনের সঙ্গে মাস দুই আগে তাও প্রায় ২ থেকে আড়াই বছর পর!!!



সময় কারও জন্য থেমে থাকে না, সময় চলে যাবে,,,!!! ছোট ছোট ভুল কে বড় ভেবে যারা দূরে সরে যেতে চায়, তারা যাক না....!!! এজন্য কোন দুঃখ বা অভিমান কোনটাই নেই,,,!!! কেবল কষ্ট হচ্ছে এই ভেবে যে,

আমরা কত সহজেই না একজন আরেকজনকে ভুলে যাই...!!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:১০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: সুন্দর । লেখা..

২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...!!!

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আপনার কপাল অনেক ভালো , আমার স্কুলের বন্ধুরা আমার অ্যাড করছে ঠিকি কিন্তু একটাও কথা কয়না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.