![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৯ সাল,,বিশ্বকাপ ক্রিকেট এ বাংলাদেশের প্রথম ম্যাচ...!!প্রতিপক্ষ নিউজিল্যান্ড..!! আমরা যারা খেলা পাগল তাদের আগ্রহ প্রচন্ড,,কত জল্পনা কল্পনা..!! খেলা শুরু হলো।। বাংলাদেশ টিম জ্যাকেট গায়ে মাঠে নেমেছে...!!ইংল্যান্ডের ভয়াবহ ঠান্ডা...!! খেলা শুরু হলো।।। একের পর এক বাউন্চার,,,!! উইকেট পড়তে লাগলো মুড়ির মত...!! ১১৫ কি ১১৬ রানেই বাংলাদেশ অল আউট...!!! আমাদের মন খারাপ, ভিষণ খারাপ!!!!
বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ হারলো...!!!!
আজ মনে পড়ছে সেই সব কথা,,,!! আমাদের মনে কি কষ্ট টাই না তারা সেদিন দিয়েছিল!!!
বাংলাদেশ আরও ম্যাচ জিতবে...!! কিন্তু আমাদের শৈশবে ক্রিকেট নিয়ে আমরা যে উন্মাদনা দেখিয়েছি, দুই একটা ফিফটি, অথবা ছক্কা নিয়ে যে পাগলামোটা করেছি, তা কোন দিন ভোলার নয়!!!
কোন দিন ভুলবনা, আমাদের ক্রিকেটের সেই সব বীরদের যারা পরাজয় নিশ্চিত জেনেও দিনের পর দিন, সুন্দর ভবিষ্যতের আশায় ক্রিকেট খেলে গেছে।।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
নিঃশব্দ শিশির! বলেছেন: হ ভাই,,, কি যে ভাবতো ওরা আমাদের..!!! এখন ফিরিয়ে দেওয়ার সময়!!!!!
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
ইমানুয়েল নিমো বলেছেন: হায়রে ভাই। পুরানা দিনের কথা মনে করে দিয়েন না। আজকে ভাবতে ভাল লাগে, ক্রিকেটে কোথা থেকে কোথায় আমরা এসেছি। আজকে আমাদের সামনে বিশ্বের কোন দলই কিছুই না!!
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
নিঃশব্দ শিশির! বলেছেন: ভাবতে ভাল লাগে, ক্রিকেটে কোথা থেকে কোথায় আমরা এসেছি
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
নিরব বাংলাদেশী বলেছেন: "সম্মানজনক হার" এর শত তাছিল্যে সহ্য করেই আজকের এই বাংলাওয়াশ। পুরোনোদের ও রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিৎ
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
নিঃশব্দ শিশির! বলেছেন: হুম!!
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব অল্প কথায় আপনি সেই তখনকার সময়ের আবেগটি ফুটিয়ে তুললেন। আমাদের তখন কি বা করার ছিল- এক সামনে কোন দিন অনেক ভালো খেলবে সেই প্রত্যাশা করা ছাড়া!!!
ভাবতে ভালো লাগছে, আমরা আস্তে আস্তে সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পারছি।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
নিঃশব্দ শিশির! বলেছেন: আমরা শুধু প্রত্যাশাই করতাম,,আর কোন ধারাভাষ্যকারের তাচ্ছিল্য শুনতাম!!!!
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
সাফকাত আজিজ বলেছেন: আমাদের তখন কি বা করার ছিল- এক সামনে কোন দিন অনেক ভালো খেলবে সেই প্রত্যাশা করা ছাড়া!!!
আপনার কথায় মনে পরে যায় যে, যেদিন বাংলাদেশ পাকিস্তান কে হারায় সেদিন স্কুল থেকে আসবার সময় আমাকে আর আমার বাপ কে রং মাখিয়ে দিয়েছিল, তাতে আমার বাপের কি রাগ.... আজ সেদিন এর কথা মনে পরলেই ভালো লাগে।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
নিঃশব্দ শিশির! বলেছেন: সেদিন এর কথা মনে পরলেই ভালো লাগে।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: সেম্যাচে বুলবুলের ৩ বলে ৩ চারের কথা এখনও মনে আছে.....আসলেই তখন একটা চার বা ছক্কা কিংবা ফিফটি দেখে বালক বয়সের সেই অনুভূতি এখনকার বালকেরা পায় কিনা জানা নেই
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮
নিঃশব্দ শিশির! বলেছেন: না তারা পায় না, তারা বলে বলে চার ছক্কা চায়!!!!!!
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: একটা সময় ছিলো যখন বাংলাদেশ ভাগ্যের জোরে জেতার চেষ্টা করতো এখন যোগ্যতা দিয়ে জেতে। সব কিছুর শুরু টাই একটু বন্ধুর। ভালো লাগে এই বাংলাদেশ কে দেখলে। হবে, আরও অনেক কিছুই হবে এই বাংলাদেশ ক্রিকেট টিম কে দিয়ে।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
নিঃশব্দ শিশির! বলেছেন: হবে অনেক কিছুই হবে,,,!!!
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
অপরাজিত একজন বলেছেন: বাংলাদেশ আরও ম্যাচ জিতবে...!! কিন্তু আমাদের শৈশবে ক্রিকেট নিয়ে আমরা যে উন্মাদনা দেখিয়েছি, দুই একটা ফিফটি, অথবা ছক্কা নিয়ে যে পাগলামোটা করেছি, তা কোন দিন ভোলার নয়!!!
কোন দিন ভুলবনা, আমাদের ক্রিকেটের সেই সব বীরদের যারা পরাজয় নিশ্চিত জেনেও দিনের পর দিন, সুন্দর ভবিষ্যতের আশায় ক্রিকেট খেলে গেছে।।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
নিঃশব্দ শিশির! বলেছেন: কোন দিন ভুলবনা, আমাদের ক্রিকেটের সেই সব বীরদের যারা পরাজয় নিশ্চিত জেনেও দিনের পর দিন, সুন্দর ভবিষ্যতের আশায় ক্রিকেট খেলে গেছে।।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন ভাই।
বাংলাদেশ এখন অনেক ম্যাচ জিতেছে ঠিক, কিন্তু সেই বয়সে একটা ছক্কা, একটা ফিফটি, একটা দুর্দান্ত ক্যাচ এই সব দেখার সময় যে ফিলিংসটা হত এখন আর তা হয় না।
সেই সব বীরদের প্রতি আসলেই শ্রদ্ধা। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৫
নিঃশব্দ শিশির! বলেছেন: সেই সব বীরদের প্রতি আসলেই শ্রদ্ধা। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
বশর সিদ্দিকী বলেছেন: বাংলাওয়াশের দিন হাবিবুল বাশারের মুখের দিকে তাকিয়ে খুব ভাল লাগল। এই আশায়ই তিনি দির্ঘদিন সংগ্রাম করেছেন ক্রিকেটে। আজও করছেন।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৬
নিঃশব্দ শিশির! বলেছেন: এমন অনেকেই আছেন ভাই,,,,,সবাই সংগ্রাম করেছেন...!! অনেকে এখনও করছে..!!
১২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
মু.ই.মা ইমন বলেছেন: আমাদের পরবর্তী প্রজন্ম ঐ দিনগুলি পাবে না
না পাক - আমাদের ক্রিকেট তো এগিয়ে গেছে !
এর চেয়ে বড় স্বস্তি আর কিছুই হতে পারে না
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৬
নিঃশব্দ শিশির! বলেছেন: হুম...!!
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
মু.ই.মা ইমন বলেছেন: আমাদের পরবর্তী প্রজন্ম ঐ দিনগুলি পাবে না
না পাক - আমাদের ক্রিকেট তো এগিয়ে গেছে !
এর চেয়ে বড় স্বস্তি আর কিছুই হতে পারে না
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: আহারে ভাই , সেই দিনের কথা মনে করাইয়া দিলেন.......ফ্লেমিং এর স্লিপে দাড়িয়ে সেই তাচ্ছিল ভরা দৃষ্টি.....বহু কষ্টে গেছে দিনগুলো....এখন শুধু ফিরিয়ে দেবার পালা....