![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর আজ "আবাদী" শব্দটা খুব মনে পড়ছে। সিলেটে যাদের বাড়ি না অথচ সিলেট থাকে, সিলেটিরা তাদের "আবাদি" বলে। সিলেট থাকার সময় এই শব্দটা খুব শুনেছি। এটা এক প্রকার গালি বিশেষ।
জাফর স্যার অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। স্যার, আপনার জন্য আমরা আছি। পুরো দেশে ছড়িয়ে থাকা শাবির সাবেক শিক্ষার্থীরা আছি আপনার সঙ্গে।
কে "আবাদী" আর কে " আবাদী" না তা ভাবার সময় নেই। সিলেটী নন সিলেটী সবাই এক হোক। আওয়াজ তুলুন, জাফর স্যার শাবি'র ছিলেন, আছেন এবং থাকবেন।
এই বিষয়ে কোন আপোস নেই।গর্জে উঠো সকল সাস্টিয়ান।।। গর্জে উঠো আবারো।।।
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬
নিঃশব্দ শিশির! বলেছেন: হুমমম
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১
গোকুল নাগ বলেছেন: জাফর ইকবাল স্যার ছাড়া শাবি কল্পনাই করা যায় ন।
স্যারের পাশে ছিলাম, আছি ও থাকব.।।
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬
নিঃশব্দ শিশির! বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
কলাবাগান১ বলেছেন: সমগ্র রাজাকার রা ভাল করেই জানে যে উনার কলমের জোর, তাদের সন্মিলিত জংগি শক্তির চেয়ে বেশী। এখানেই উনার জয়।
উপরে একজন কে দেখলাম টিটকারী দিয়ে কথা বলতে.....। আগে উনার সমান হয়ে তারপর উনাকে ক্রিটিসাইজ করুন
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
নীল মুদ্রা বলেছেন: হু ঠিক।
কেমন অছেন.....? অনেকদিন পর ব্লগে আসলাম..............
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
মো: খালিলুর রহমান বলেছেন: সহমত