![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাসাটা ঠিক আইডিয়াল স্কুলের অপরদিকে!!! সকাল বেলা(১২ টার পর) ঘুম থেকে উঠে, নাস্তা করতে বাইরে গেছি, কলা, পাউরিটি আর চা..!!
এর পর হলি ডে মার্কেটে মানুষের কেনা কেটা দেখছি। ১০ টাকা দিয়ে সনপাপড়ি কিনে খাইছি।
সকালে যে টংয়ে চা খেয়েছি, তার সামনে এখনও আগুন জ্বলছে। হলি ডে মার্কেটের যে স্থানে অনেকক্ষন বিনা কারণে দাড়িয়েছিলাম, তা এখনও জ্বলছে!!!
১ টার দিকে বাসায় ফিরছি...!!!
আর এর কিছুক্ষণ পরেই বোম, ককটেল আর মানুষের ভীতিকর শব্দ...!!
একটু আগে দেখে আসলাম,,আগুন জ্বলছে,,,!!
ওরা কি মানুষ না শুয়র!!!!
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে পুলিশ ছিলনা, তাই এখানে টার্গেট করা হয়
এরা স্কুলে শিশুদের বহন করা প্রাইভেট কার গুলো পেট্রোল ঢেলে জালিয়ে দেয়, নিরিহ ফুটপাতের দোকানগুলোতে আগুন লাগায়।
এরা পরিকল্পিত ভাবে তালেবানি কায়দায় আগেই এখানে খালিহাতে হাটাহাটি করছিল।
হটাৎ একটি অসুধ কম্পানির কাভার্ড ভ্যান তাদেরকে পেট্রল জেরিক্যান ও লাঠিসোটা সরবরাহ করে দ্রুত সরে পরে, এরপর তারা সবকিছু তে আগুন দিয়ে লাঠিসোটা ফেলে চলে যায়।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
হেডস্যার বলেছেন:
এরা নাকি আবার ইসলামী শাসন কায়েম করবে বাংলাদেশে....কাদের মোল্লা ও নাকি ইসলামিষ্ট লিডার।
কুত্তারবাচ্চারা।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আওয়ামী, বিম্পি, জামাত সব কটাই শুয়র।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মানুষ মানুষের জন্য আার এরা সব গদির জন্য।