নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্ম বার্ষিকী জাফর স্যার!!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয় নির্বাচনের ভাইভা চলছে।

কোন সাবজেক্ট নিবা? একজন শিক্ষক প্রশ্ন করলো।

উত্তরটা আগেই মুখস্ত করে ছিলাম, বললাম -বিবিএ।

এবার পাশ থেকে আরেক শিক্ষক বললো, বিবিএ যে শেষ বাইরে তোমাকে কেউ বলে নাই?

এবার প্রশ্নকর্তার দিকে তাকালাম, চশমার নীচ দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে উত্তরের অপেক্ষায়!!!

গলাটা যথা সম্ভব ভদ্র, শান্ত ভাবে বললাম, না স্যার আমাকে কেউ কিছু বলে নাই!!!

দ্বিতীয় এই প্রশ্ন কর্তাই হচ্ছেন, আমাদের সকলের প্রিয় জাফর ইকবাল স্যার।

আর আমার সঙ্গে জাফর স্যারের প্রথম কথাই এই একটি বাক্য বিনিময়!!!!

এরপর বিশ্ববিদ্যালয় জীবনে বহুবার জাফর স্যারের সঙ্গে কথা বলেছি। অনেক বিষয় নিয়ে স্যারের সঙ্গে আলোচনা হয়েছে!!!

তবে প্রথম দিনের সেই কথা কোন দিনই ভুলবনা।।।।

শুভ জন্ম বার্ষিকী স্যার!!!









মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: শুভ জন্মদিন। লোকটা অনেকের চেয়ে ভালা!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

নিঃশব্দ শিশির! বলেছেন: ভালো বলছেন,,,!! আমার মতে , তার মত ভালো অনেকেই না....!!!

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এর লাইগাইতো কইলাম অনেকের চেয়ে ভালা। সব থেইক্কা বড় কথা হইলো যা কয় মন খুইলা কয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.