নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

জনগন বোদায়ই রয়ে গেল.....!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

১১২ টি কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। টানা অবরোধ, হরতাল চলছে। চলছে আগুন দিয়ে মানুষ কাবাব বানানো। ১৫৩ টি আসনে ভোট হয়নি।

জান হাতে নিয়ে যারা ভোট দিতে গেছে তারা আওয়ামীলীগের খাস সাপোর্টার।।

আর যারা ভোট দিতে যায় নাই্, তারা ঘরে বসে , ফেসবুকে, ব্লগে বলে ভোটার নাই ,,,!!! ভোটার নাই ,,বলে চিল্লাইতাছে।।। তারা কিন্তু ভোট প্রতিহত করতেও যাই নাই।।।। তারা আসলে কাপুরুষ। !!!



সর্বশেষ খবর অনুযায়ি ৩৪ ট কেন্দ্রে একটি ভোটও পড়ে নাই। এর মানে হচ্ছে ভোটে কারচুপি কম হইছে।।। ভোটার ছাড়া ব্যালটে সিল পড়ে নাই!!!!

ভোটার উপস্থিতি কম,,,,ভোট কম পড়ছে, এতে প্রমাণিত হয় , ভোটে আওয়ামীলীগ প্রশাসনের উপর খুব বেশি প্রভাব ফেলতে পারে নাই!!!!!!!!!

ভোটে যে কারচুপি হয় নাই, তা কিন্তু না।। কারচুপি হইছে তবে তা কম...!!!!



নির্বাচন প্রতিহত করার জন্য সর্বশেষ খবর অনুযায়ি ২১ জন মারা গেছে। কোন মৃত্যু কাম্য নয়।। যারা এখন এই নোংরা রাজনীতি করছে , যারা মানুষ মারার রাজনীতি করছে তাদের ধিক্কার জানাই...!!!

আপসোস হচ্ছে, রাজনীতিটটা এথন অনেক মানুষের পেশা হয়ে গেছে। তারা জানবাজি রেখে তাদের পেশাকে মর্যাদা দিচ্ছে।।। আর যাদের জন্য জান দিচ্ছে তারা কিন্তু আরামে বসে ,,,,,!!!!



আওয়ামীলীগ আর বিএনপি-জামায়াত থেকে এ দেশের জনগন কবে বের হবে তা আমার জানা নেই।।। তবে এ কথা বলতেই হয় দেশের জন্য এই দল গুলো ভালো কিছু করছে না। আর আমরা বোদাই জনগন এখনও তাদের জন্য তালি বাজাচ্ছি...!!!!

আগুনে পুড়ে, কয়লা হয়েও আমরা মনে করছি নতুন সরকার আসলে আমরা মুক্ত হবো!!!!শান্তি আসবে....!!! জনগন চিরকাল বোদায়ই রয়ে গেল!!!!!!!!!!!!!!!!!!



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

আশাফ আনিস বলেছেন: ভাই এ কি ভোট প্রতিহত করবার গেসিলেন ? নাকি আপনি আপু বলছেন ?

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

নিঃশব্দ শিশির! বলেছেন: আমি ভোট দিতে যেতাম,,কিন্তু আমার এলাকায় ভোট নাই..!!!

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

আরিফুর রহমান বাবুল বলেছেন: আপনার খিছুরি মার্কা কথার কোন মানে বুঝে পেলামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...মানে নাই তাই পান নাই....!!!

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

মদন বলেছেন: জনগন অতটা ভোদাই নয়।
জনগন যেমন আওয়ামীলীগের গনতন্ত্র রক্ষা করতেও যায় নাই, তেমনি বিএনপির ডাকেও সাড়া দেয় নাই। তৃতীয় কেউ নাই বলে তারা চুপ আছে।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

নিঃশব্দ শিশির! বলেছেন: এই জনগনই কিন্তু আাবার আওয়ামীলীগ বিএনপি রে ভোট দিব,,আর আবারো মারা ভাবো........!!!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

~*~নির্ঘুম~*~ বলেছেন: তা আপনি কোন চালাকের বিচী মশাই।আপনি কয়টা ভোট দিছেন নাকি সারাদিন একাওর টিভি দেকছেন আর গুপ্তকেশ ছিরেছেন।জনগনের নীরব ধোলাই খাওয়ার পর এখন তাদের বোদাই মনে হচ্ছে ??
আরেক আবালতো বলেই দিছে শীতের কারনে ভোটার কম ,তাইলে আপনার এতো চুলকানি কিসের??

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

নিঃশব্দ শিশির! বলেছেন: আমিও বোদাই জনাব।। এই যে আপনার মত চালাক লোক আছে বলেই তো দেশের এই অবস্থা!!!!

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৩

মুহসিন বলেছেন: টিভিতে দেখলাম কয়েকজন লাইন দিয়ে বার বার ভোট দিচ্ছে। তাহলে ভোটারদের আর দরকার কি যাওয়ার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.