নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

ওরা মুসলমান নামে ইসলামের শত্রু!!!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

হিন্দুদের ওপর যারা হামলা কেরেছে, তারা কিন্তু মুসলমান।!!!!!

কয়দিন আগে যারা আস্তিক নাস্তিক নিয়ে দেশ কাপিয়েছিল, তারাও নাকি মুসলমান ছিল!!!!!

হাসিনা, খালেদাও নাকি মুসলমান!!!



আমিও তো মুসলমান।



আচ্ছা ওরা যে মুসলমান, আর আমি যে মুসলমান তা কি একই মুসলমান? নাকি পার্থক্য আছে। আমার ধর্মে তো এই সব দাঙ্গা হাঙ্গামার কথা বলা নাই। আমার ধর্মে তো আগুন দিয়ে মানুষ মারার কথা নাই!!!



আমার ধর্মতো শান্তির ধর্ম!!! তবে কি ওরা নকল মুসলমান!!!!

নাকি ওরা মুসলমান নামে ইসলামের শত্রু!!!!!!









মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

সুমন কর বলেছেন: হক কথা!!!

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

মুদ্‌দাকির বলেছেন: ব্যাপার গুলো ধর্মিয় প্রতিহিংসা থেকে ঘটে না এগুলো রাজনৈতিক প্রতি হিংসা, ৫ জন মুসলমান মারা গেছে কোন হিন্দু মারা যাননি, কিন্তু সেই আলোচনা টা বড় না, প্রতি দিন পেট্টোল বোমায় অনেক মুসলমান মারা যাচ্ছেন কিন্তু হিন্দু মারা গেলাই সংখ্যা লঘু আর সংখ্যা লঘু what is this ?????????

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

নিঃশব্দ শিশির! বলেছেন: পেট্রোল বোমা কে মারছে ভাই। সেটা কোন ধর্মে আছে। আর রাজনীতি প্রতি হিংসায় মানুষ মারা যাবে সেটা কোন ধর্মে আছে।।। !!!

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: হিন্দুদের উপর সরাসরি আক্রমন করার মূল উদ্দেশ্যে হল তাদের এদেশ থেকে বিতাড়িত করা যা কিছু জিহাদী জানোয়ার করে থাকে। আর বাসে পেট্রোল বোমা মারে কিছু কর্মী নামধারী বেওয়ারিশ কুকুর॥

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

নিঃশব্দ শিশির! বলেছেন: এই কুকুরাই যে ভাই, ইদানিং ঘেউ ঘেউ করছে। ...!!
ওরা নাকি আবার মুসলমান...!!

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

অপ্রচলিত বলেছেন: ওরা মুসলমান হলে আমি মুসলমান না।

মুদ্‌দাকির বলেছেন: ব্যাপার গুলো ধর্মিয় প্রতিহিংসা থেকে ঘটে না এগুলো রাজনৈতিক প্রতি হিংসা, ৫ জন মুসলমান মারা গেছে কোন হিন্দু মারা যাননি, কিন্তু সেই আলোচনা টা বড় না, প্রতি দিন পেট্টোল বোমায় অনেক মুসলমান মারা যাচ্ছেন কিন্তু হিন্দু মারা গেলাই সংখ্যা লঘু আর সংখ্যা লঘু what is this ?????????

হিন্দুদের বাড়িঘর আলাদা করে টার্গেট করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। পেট্রোল বোমায় কোন হিন্দু মারা গেলে কিন্তু সংখ্যা লঘু বিলাপ উঠে না।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

নিঃশব্দ শিশির! বলেছেন: হিন্দুদের বাড়িঘর আলাদা করে টার্গেট করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। পেট্রোল বোমায় কোন হিন্দু মারা গেলে কিন্তু সংখ্যা লঘু বিলাপ উঠে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.