![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আসলেই দ্রুত যায়!!! দেখতে দেখতেই চারটি বছর কেটে গেল!!!!
এখনও মনে হয় , এইতো সেদিন কালের কন্ঠে যোগ দিলাম!!!!
১০ জানুয়ারি কালের কন্ঠের প্রতিষ্ঠবার্ষিকী।
কালের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।।।।
হয়ত আর কোন দিন কোন পত্রিকা অফিসে কাজ করা হবে না!! সেই হিসেবে আমাকে জীবনভর বলতে হবে, কালের কন্ঠের সাবেক কর্মী।!!!! সংবাদ, সংবাদপত্রের প্রতি আমার যে ভালোলাগা, আবেগ তা প্রকাশ করা সম্ভব নয়। কেবল বলতে পারি, লেখালেখি ছাড়া আমি অসম্পূর্ণ!!!!
আমার নামের আগে পিছে সাংবাদিক, রিপোর্টার এই শব্দগুলো এখন আর নেই!!!!!!!!
"কালের কন্ঠ" এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন। দৈনিকটির বর্তমান এবং সাবেক সহ সকল কর্মীদের। !!
হাজার বছর বেঁচে থাকুক " কালের কন্ঠ"!!!
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
নিঃশব্দ শিশির! বলেছেন: আপনার জন্যও শুভ কামনা !!!
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
বিপ্লব৯৮৪২ বলেছেন: নাজমুল ভাই ,
আপনার মোবাইল বা ইমেইল আইডি দেন, অথবা আমাকে কল করেন।
কথা আছে ০১৯২০২২৪১৬১।
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
নিঃশব্দ শিশির! বলেছেন: ভাইজান ঠিক বুঝতে পারলাম না!!!!! কিছু!!!!!!!!!!!
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: কালের কন্ঠের প্রথম দিকের প্রকাশনাগুলি খুবই ভালো মানের ছিল। বর্তমানে মান কিছুটা কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং ফেসবুকে সব অযথা সংবাদের লিংক দেওয়া এগুলি ভালোমানের সংবাদ মাধ্যমের জন্য্ ভালো কোন বার্তা বয়ে আনেনা।
আশা করি কালের কন্ঠ এই সমস্যাগুলি কাটিয়ে ভালোমানের লেখায় ফিরে আসবে। শুভকামনা রইল কালের কন্ঠের প্রতি ।
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০
নিঃশব্দ শিশির! বলেছেন: আমি কালের কন্ঠের প্রথম দিকেই ছিলাম!!! ২০১২ এর এপ্রিলে ছেড়ে দিছি।
এখন যে খারাপ করছে তা না। তারও আগের মত আর নাই। লোকবল কমেছে। অনেকেই ছেড়ে গেছে। আরও কিছু কারণ তো আছেই!!!!!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: শুভ কামনা ।