নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

ধোলাই খালে নিখোঁজ বিমানের কিছু নাট বল্টু এখনও পাওয়া যেতে পারে।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

আজকে ছুটির দিন। তেমন কোন কাজ নেই। ভাবছি মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমানটা খুঁজতে একটু বের হবো। দেখি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা!!!

অবাক হবেন না, হাসবেনও না, আমাকে পাগলও ভাববেন না!!

মাঝে মাঝে হরেক কিসিমের গল্প শুনি, বিজ্ঞান এই করতে পারে, সেই ফালাইতে পারে। এই যে আমি বাসায় বসে লিখছি, চাইলে সেটাও নাকি ওবামা সাহেব পড়তে পারবে!! আস্ত একটা বিমান স্রেফ হাওয়া হয়ে গেল!!



১৫ দিন ধরে তন্য তন্য করে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না!!!

আধুনিক সব প্রযুক্তি নিয়ে বিশ্বের সব শক্তিশালী রাষ্ট্র মাঠে নেমেও বিমান খুজে পেল না!!! তাহলে কি ধরে নিব প্রযুক্তির শোনা গল্প গুলি, শুধুই গল্প বা ধোকাবাজি!!!



তাই ভাবছি আজ বিমানটা খুঁজতে বের হবো। আমার বাইসাইকেল নিয়েই খুঁজবো। আমার কেন জানি মনে হচ্ছে, ধোলাই খালে নিখোঁজ বিমানের কিছু নাট বল্টু এখনও পাওয়া যেতে পারে।



বি.দ্র.:বিশ্বের প্রযুক্তিকে বিদ্রুপ করে লেখা ইহা একটা ফালতু পোস্ট!! সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৪

ইমাম হাসান রনি বলেছেন: বাংলাদেশ নেভীও খুজতেছে বাট /:) /:) /:) :(

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯

নিঃশব্দ শিশির! বলেছেন: বাট? কি?

২| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩২

সাদামন০০৭ বলেছেন: আমিও আপনার সাথে একমত।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০০

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ..!!

৩| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৫

নিরীহ বালক বলেছেন: Click This Link

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

নিঃশব্দ শিশির! বলেছেন: হুম

৪| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭

এন ইউ এমিল বলেছেন: প্রযুক্তিরে বুইরা আঙ্গুল দেহাইয়া দিছে B-)) B-)) B-))

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

নিঃশব্দ শিশির! বলেছেন: হুমমমমমম

৫| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

লিংকন১১৫ বলেছেন: বিমানটি কেও ইচ্ছে করে হাপিস করেছে , ক্রাশ ফ্রাস করেনি কোথাও ।
যারা করেছে তারা সেইরকম পাবলিক , তারা বিমানের সবধরনের সিকিউরিটি বন্ধ করে দিয়ে , এমন কোথাও হাপিস করেছে যেখানে কেও খুজতে জাবেনা

২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১

নিঃশব্দ শিশির! বলেছেন: ভাই, আপনি কই!! বিশ্ব তো আপনাকে তোকায় মানে খুজে!! এতো জ্ঞান নিয়ে বঙ্গ দেশে পড়ে আছেন? এখনই বাক্স গোছান, আরেকটা বিমানে আপনারে তুলে দেই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.