নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

আমি আশাবাদি। জয় হবেই!!!!

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

শেষ পর্যন্ত আমি বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েই যাবো। আমি যদি সমর্থন না করি , তাহলে করবে কে? পাপুয়ানিউগিনি , মুজাম্বিক , বারমুডা আর হনুলুলুর জনগনতো আর বাংলাদেশকে সার্পোট করবে না!!!

আমার দেশ যতই খারাপ খেলুক, সে তো আমার ই দেশ। ভালো হোক মন্দ হোক সে তো আমার পরিচয়!! নিজের পরিচয়কে তো আর অস্বীকার করতে পারিনা।

আজ বাংলাদেশের খেলা!! এই বিশ্বকাপের জয় টা পাকিস্তানের সঙ্গেই আসবে।

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমি আশাবাদি। জয় হবেই!!!!



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২০

এন ইউ এমিল বলেছেন: বাবা ছেলেকে আদর করবে এটাই সাভাবিক, বেশি আদরে বাদর হবার ভয় থাকে তাই শাষনও করতে হবে সমান তালে,

আমরা বোধ হয় আদর একটু বেশিই করে ফেলছি

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

নিঃশব্দ শিশির! বলেছেন: কিছু সমস্যা যে নাই, তা বলবো না। তবে এ কথাও মানতে হবে সাফল্য আসলে তখন আর কোন সমস্যাকেই সমস্যা মনে হবে না!!!!

২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৫

হেডস্যার বলেছেন:
সমর্থন আছে, থাকবে।


৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

নিঃশব্দ শিশির! বলেছেন: সমর্থন আছে, থাকবে

৩| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: যে কোন অবস্থায় বাংলাদেশের পাশে আছি।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

নিঃশব্দ শিশির! বলেছেন: যে কোন অবস্থায় বাংলাদেশের পাশে আছি।

৪| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

চড়কা বলেছেন: আমদের ঐ সমর্থন করা পর্যন্তই দৌড়। জয় পরাজয়ে সমর্থনে কিছুই আসে যায় না। দর্শক শুধু্ই দর্শক মাত্র। জেতার জন্য দরকার যে খেলয়ারা মাঠে খেলে তাদের পারফর্মেন্স, তাদের টিমওয়র্ক। আর বারবার আমি আশাবাদী, কখনোই সমর্থন ফিরিয়ে নেব না, এই ধরনের কথা একঘেয়ে হয়ে পড়ে, আবেদন হাড়িয়ে ফেলে। যার মনে হাড়াবার ভয়, সেই বড় গলা করে ধরে রাখার কথা বলে। আমরা সবাই বাংলাদেশর ক্রিকেট টিমকে সমর্থন করি, হারা জেতা বড় কথা নয়। ভারত, পাকিস্তান কোন ইস্যু না। চাই বাংলাদেশ সব দলের সাথেই জিতুক। যেহেতু তারা জিততে পারে, সেই গর্বটা ধরে রাখুক। তুচ্ছ ব্যক্তি দন্দ্ব হেরে গিয়ে জয় হোক একতাবদ্ধ বাংলাদেশরে, সবখানে, সব প্রতিযোগিতায়।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪

নিঃশব্দ শিশির! বলেছেন: আপনার কথা পুরোপুরি ঠিক। তবে ইদানিং কিছু ব্যাক্তি বাংলাদেশ টিম নিয়ে অনেক আজে বাজে কথা বলে। খেলায় হারে সেই জন্য হলে সমস্যা হতো না, তারা বাংলাদেশের ক্রিকেট সাফল্য, তার সামর্থকদের নিয়ে বলে আর তা এই বাংলাতেই বসে. তাদের ভাবখানা এমন যেন তাদের জন্ম এ্ই দেশে হয় নাই!!!

৫| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সমর্থনতো করি কিন্তু জিতবে তো।

আমার মনে হয় না বিগত ম্যাচগুলা তো দেখলাম।

তবু চাই আজ পাকিদের আজ হারাক।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫

নিঃশব্দ শিশির! বলেছেন: হাল ছেড়ো না বন্ধু!!!!

৬| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪০

এহসান সাবির বলেছেন: বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫

নিঃশব্দ শিশির! বলেছেন: সাবাস বাংলাদেশ!!!!! গর্জে উঠো,

৭| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

আহমেদ রশীদ বলেছেন: শিশির ভাই বাংলাদেশের মাঠে অনেক শিশির তাই পা পিচলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবুও আমরা মাথা নুয়ানোর নই। মঙ্গল কামনা রইল

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০১

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.