![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ নববর্ষ ১৪২১।
সর্বস্তরে ইংরেজী তারিখের সঙ্গে বাংলা তারিখও লেখার দাবি জানাচ্ছি।
অফিস আদালত থেকে শুরু করে সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা সন তারিখ লেখা বাধ্যতামূলক করতে হবে।
নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। হানাহানির পথ পরিহার করে সবাই মিলে শান্তিতে বাস করি। আমরা আলোর পথে চলি। মঙ্গলের দিকে যাত্রা হোক আমাদের আগামী।
২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
নাসীমুল বারী বলেছেন: শুভেচ্ছা। প্রস্তাবটাও ভাল।
অনেক আগে ১৪১০ বঙ্গাব্দে (২০০৩ সালে) বর্ষবরণের দিন আমরা কতিপয় বন্ধু মিলে রমনা পার্কের গেট থেকে বাংলাসন প্রচলনের দাবি জানিয়ে মিছিল করেছিলাম। সে মিছিলে যোগ দিয়েছিলেন ভাষা মতিন সাহেব, তকীউল্লাহ সাহেব ( ড. শহিদুল্লাহর ছেলে) এবং আরও অনেকে। পরবর্তীতে এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়। সে সম্মেলনে উপস্থিতিদের অন্যতম ছিলেন ভাষাসৈনিক গাজীউল হক। আমাদের সংগঠনের নাম ' বাংলাসন প্রচলন বাস্তবায়ন পরিষদ'। আসলে আমরা এখনও অভ্যস্থ হয়ে উঠি নি বাংলাসন ব্যবহারে।
সবাই বাংলাসন ব্যবহারে অভ্যস্থ হই- এমন প্রত্যাশা আমিও রাখছি।
২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৮
নিঃশব্দ শিশির! বলেছেন: বাংলাসন লেখাটা প্রয়োজন। তাতে এক দিকে যেমন নিজেদের একটা সন তারিখ লেখার বিষয় আছে তেমনি, বাংলা এবং ইংরেজী দুটো তারিখ হওয়ায় , ভুল এবং জালিয়াতি কম হবে!
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯
উদাস কিশোর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা