নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টিশীলতায়। অপেক্ষায়!!!!লেখার অপেক্ষায়!!

০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৭

একটা সময় আমি ভাবতাম, কাগজ কলম থাকলেই লেখা যায়।

হোক না সেটা আবোল তাবোল কিছু বা সৃষ্টিশীল। কবিতা না হলেও আমার ভাষায় আবেগ তো হবে!! আমার কেবল মনে হতো। হাজার দিস্তা ভরা কাগজ যদি লিখে ফুরনো যেত। যা মন চায়। যা খুশি। কবিতার নামে গল্পের ছন্দে।



কাগজ কলমের অধ্যায় শেষ হলো। আসলো কি বোর্ড। মনে হতো, কম্ডিটারের সামনে বসলেই আসবে একটার পর একটা লেখা। লেখার চেষ্টার কমতি ছিল না। সারা রাত জেগে একটা লাইন! শত শত বার কেটে চার লাইনের আবেগ!



একটা সময় আমার মনে হতো। মনের ভেতর খেলা করা শব্দ গুলো লিখে রাখতে হবে। হারিযে যেতে দেওয়া যাবে না কিছুতেই!!!



সেই সময় টা কি এখনও আছে!

.....

সময় বাদলায়। বদলায় আবেগ। বদলায় লেখার ধরন। সেই যে কাগজের লেখা। সেই যে রাত জেগে লেখার জন্য আকুলতা। সেটা আর থাকে না।

আর থাকে না লেখার জন্য ভালোবাসা।

ভেতর নাড়া দেয়!!

এখনও হারিয়ে যেতে চায়, লেখার মাঝে। শব্দের মাঝে!!!সৃষ্টিশীলতায়।

অপেক্ষায়!!!!লেখার অপেক্ষায়!!











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

মামুন রশিদ বলেছেন: লেখালেখির আকুলতা ফিরে আসুক ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৭

জোহরা উম্মে হাসান বলেছেন: বড়ই সুন্দর আকুলতা আঃর আবেগ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.