নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা তোমার...!!!

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪২

অনেক সময়!
অনেক স্মুতির,
অনেক দিনের !
দিনে দিন ধুসর!!

কত দিন চলে গেছে।
কত দিন হতে চলেছে!
হয়নি দেখা তোমার আমার
সেই পথ, সেই দিনের পথ!!!

কতদিন চলে গেছে, কত দিন চলে যাচ্ছে...
কতকাল ঘুমাই না, পত্রিকার বিজ্ঞাপন পড়ে!
কত দিন অলসে দুপর বেলা , চোখ বুঝে ভাবিনা তোমায়!

কতশত দিন , হাটিনা পথ, চেনা পথে,,,
কত দিন.থাকোনা চেয়ে চলে যাওয় পথের দিকে!!!

কত দিন হয়না কথা, ইশারায়
কত দিন না বই থাতা, কলম হারায়!!!

কত দিন একই গান গাইনা একই সাথে আবোল তাবোল ...!!
কত দিন পড়া লেখা করিনা, খাইনা পিটুনি...!!!!
কত দিন তোমার আমার ....
কত দিন......!!!

কত দিন.থাকিনা বসে, উদাস হয়ে..আনমনে..!
কত দিন ,,আকাশ টাকে দেখিনা,,ভালোবেসে!!
কত যে দিন...চলে যাচ্ছে,,চলে গেছে..!!

কত দিন . রাখিনা খবর ,, খবরের পেছনের খবর..
লিখিনা কত দিন ..শত শত ..দিন.!!

কত দিন ভাসিনা জলে,, ভাসিনা স্বপ্নে ,,
কত দিন. কত বলিনা না কথা ,,একা একা..!!!

কত দিন আসেনা ফোন , সেই যে ফোন,,,,মোবাইল ফোন
কত দিন কেউ বলে না,,,কত দিন..

কত দিন দেখা হয় না বন্ধু...
কত দিন হয়না পাগলামী...
কত দিন বন্ধু রাখোনা খবর.....!!
কত শত দিন..কত শত ....!!!


অপেক্ষায়...বন্ধু.....!!!
কোলাহলের............!!
অপেক্ষা তোমার...!!!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: দারুন!

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...........!!!

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৪

জোহরা উম্মে হাসান বলেছেন: সেই অপেক্ষার শেষ হোক । দেখা হোক বন্ধুর সাথে কবির , এই কামনা করি । খুব সুন্দর কবিতা !

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ.....!!! তবে আমি কিন্তু কবি না...!!!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কতশত দিন , হাটিনা পথ, চেনা পথে,,,
কত দিন.থাকোনা চেয়ে চলে যাওয়া পথের দিকে
- ভাল লাগলো ৷

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...!!!

৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ...!!

৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯

তুষার কাব্য বলেছেন: চমৎকার !

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ.........!!

৭| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: এভাবেই দিনে দিনে দিন চলে যাবে,
আসবে এমন এক দিন অবশেষে,
যখন আর অতীতের কোন দিনের কথা
মনেই আসবে না।
থাকবে না কোন স্মৃতি,
থাকবেনা কোন অপেক্ষার প্রহর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.