![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যায়যায়দিন- সম্পাদক শফিক রেহমান এর মস্তিস্ক প্রণীত ভয়ংকর একটি দিবস আজ জাতি পালন করছে। ’ভালোবাসা দিবস’ নামের বড় অদ্ভুত একটি সংস্কৃতি এই দেশে প্রচলনের অগ্রপথিক এই শফিক রেহমান। তার সম্পাদিত দৈনিক যায়যায়দিন এর শুরু থেকেই পত্রিকাটিতে কাজ করার সুভাগ্য হয়েছে। চিন্তা ভাবনায় পুরো ব্যতিক্রম একজন মানুষ রেহমান সাহেব ।
আজ এই ভালোবাসা দিবসে শফিক রেহমানকে শ্রদ্ধা এবং কিছুটা ক্ষোভের সঙ্গে স্মরন করছি।
শফিক ভাই, আপনার প্রণীত ‘ভালোবাসা দিবস’ নামের একটা বিষয় পুরো জাতি ভুল ভাবে শিখেছে! সবার জন্য নয় কেবল বিশেষ শ্রেণীর প্রাণীর জন্য আজ সবার ভালোবাসা! তাই প্রকৃত ভালোবাসাটাও সবার কাছ থেকে হারিয়ে গেছে!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০
নিঃশব্দ শিশির! বলেছেন: খারাপ তো আমিও দেখি না। তবে পশ্চিমাদের ভ্যালেন্টাইনস ডে আর আমাদের ভালোবাসা দিবস এক না। ..!!! ভালোবাসাটা সবার জন্য। কেবল নারী পুরুষের বিশেষ ভালোবাসা নয়..!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০
শাহ আজিজ বলেছেন: এই আধুনিক সময়ে বিশেষ করে নেট এর যুগে শফিক রেহমানদের লাগেনা হাজার হাজার সোর্স থেকে তা পাওয়া যায়। শফিক রেহমান ভালোবাসা দিবসকে পরিচিত করিয়ে ভালই করেছেন । কম করে হলেও ছেলে পিলেরা সেজেগুজে হাতে ফুল নেয়ার অভ্যাস গড়ে তুলেছে। আমি তোঁ খারাপ কিছু দেখছি না। ভুল ভাবে শিখেছে এই ব্যাপারটা যদি খুলে বলতেন একটু।