![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে যাও
বেলা শেষে যে কোকিল গেয়ে যায় গান
সে হয়তো হারিয়ে যায় জীবন মারে তারে বাণ,
অন্ধকারে জোছনা যদি না দেয় দেখা
জীবনের গলিপথে জীবন হারায় জীবনের দিশা।
তোমরা যারা হেঁটে যাচ্ছ শান্তির পথে
কাল হয়তো শান্তি হাঁটবে তোমাদের রথে।
যে পাঠক বইয়ের পাতা মুচড়াচ্ছে বারে বারে
কাল হয়তো সে বই তাঁরে নিক্ষেপ করবে আঁধারে।
যে জন সন্ধ্যে প্রহরে জীবনের গান শুনে
তাঁর কুটিরে হয়তো মোম জ্বলিবে কিছুদিন পরে
দখিনা বাতাসে উড়িয়ে দিচ্ছো যারা মন
মনের সাথে হয়তো কাল হবে দূর আলাপন।
ভালোবেসে যদি কেউ হতে চাও প্রেমিকজন
করে নাও আপন মনমাঝিকে আপন।
কাছে টেনে যদি কাছে পাও তাঁরে
ফিরে যাও তাঁর ছায়াঢাকা আঙিনায় বারেবারে।
লেখক: নাসিম আহমদ লস্কর
শিক্ষার্থী; বিবিএ প্রোগ্রাম
ব্যবসায় প্রশাসন বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২
নাসিম আহমদ লস্কর বলেছেন: ধন্যবাদ জনাবা৷
২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
এবং কবিতার মতোন সুন্দর আপনার হাসি মাখা মুখ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩
নাসিম আহমদ লস্কর বলেছেন: ধন্যবাদ আপনাকে৷ অহর্নিশ শুভকামনা জানবেন৷
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
ল বলেছেন:
দারুণ কবিতায় মুগ্ধতা।
আপনি কি সিলেটের?
অন্ধকারে জোছনা যদি না দেয় দেখা
জীবনের গলিপথে জীবন হারায় জীবনের দিশা। -- লাইনটিতে কয়েকবার জীবন উচ্চারিত হয়েছে কবিতার আবৃত্তি সৌন্দর্য নষ্ট করে।
যে জন --- আলাদা হবে
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫
নাসিম আহমদ লস্কর বলেছেন: ধন্যবাদ আপনার সুদৃষ্টি ও সুপরামর্শের জন্য৷ আমি নতুন লেখালেখাতে আসছি৷ ওই লাইনটা একটু সাজিয়ে দিলে খুশি হব৷
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬
নাসিম আহমদ লস্কর বলেছেন: আমি সিলেটি৷
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে