![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দখল করেছো বুক।
প্রতিটা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ
এখন তোমার হাতে।
স্বেচ্ছায় বন্দি হয়ে আছো এই বুকে,
বুকের পাঁজরে।
প্রতিটা হৃদস্পন্দন-
এই বন্দি হওয়া 'তুমি'র অনুমতি নিয়ে হয়।
দখল করেছো চারপাশ।
যেদিকেই তাকাই-
শুধু তোমারই রাজত্ব,
তোমাকেই দেখি শুধু।
আমার চোখে এঁকে দিয়েছো তোমার নাম।
চোখ বন্ধ করলেই মনে হয়-
তোমার চোখে চোখ রাখলাম।
দখল করেছো মস্তিষ্ক।
তোমার ঘর,বারান্দা,আকাশ,নদী-
সবই সেখানে।
তাইতো,
তোমার প্রতিটা পদধ্বনি,-
তোমার গুন গুন করে গাওয়া গান,-
নদীর জল ছিটানোর ছল ছল শব্দ,-
সবসময় মস্তিষ্কে বাজে।
মস্তিষ্কের প্রতিটা নিউরনের সংযুক্তিতে তুমি।
©somewhere in net ltd.