![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের ঘড়ির কাঁটাটা খুব শব্দ করে।
ঠক ঠক,ঠক ঠক,ঠক।
চোখ বুজলে এই 'ঠক ঠক' শব্দটাই-
আর্তনাদের মত শোনায়।
ঘড়ির আর্তনাদ!
তোমার আমার দূরত্বের আক্ষেপ
ঘড়ির আর্তনাদ হয়ে ফোটে।
সে আমাদের নিশীথদৃষ্টি বিনিময়ের
সাক্ষী হতে পারছে না বলে।
আমাদের ভালোবাসার স্পর্শকে
স্মৃতি করে
নিজের সাথে জড়িয়ে রাখতে পারছে না বলে।
তাই বলি,
আমার জন্য না হোক,
অন্তত সময়ের খাতিরে হলেও চলে এসো-
আরো কাছে...।
শীঘ্রই ...।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে