![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার সাক্ষী , তোমার কপালে এটা রাত্রির ছাপ ।
তুমি চুম্বনে ঘেমে গিয়েছিলে,
কিন্তু সেই ঘামের দাগ তুমি মুছতে ভুলে গিয়েছিলে অবহেলায় ।
তাইতো তোমার চোখের জমিতে আজ খরা দেখা দেয় ।
তুমি ভালোবাসতে নানা রঙে তোমার আকাশ রাঙাতে ।
তাইতো তোমার আকাশ আজ রঙহীন ।
অনেক চেয়েছিলাম ,
তোমার হাতের উদ্যানে এক ফোঁটা জল ফেলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবো ।
তোমার হাতে হাত , কপালে ঠোঁট রেখে জড়িয়ে ধরে ভালবাসবো ।
কিন্তু তুমি !
তুমি তরঙ্গ সৃষ্টি করলে ,
আর ভাসিয়ে দিলে আমায়-
... আমি ভেসে গেলাম...
আজ তাই রাত্রি অন্ধকার ডেকে আনছে ;
তোমার সাদা ঘামের দাগ আপেক্ষিকতায় কালো হয়ে চাঁদের গায়ে এঁকে দিচ্ছে কলঙ্ক ;
এক ফোঁটা জল আজ সময়ের সাথে সাথে একবার করে তোমার চোখ বেয়ে নেমে আসে ।
আর আমি মেঘের মত ভেসে ভেসে গলে গলে ভালবাসা ছড়াতে থাকি ... ...
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৭
বাসারাট বলেছেন: বাহ! খুবই সুন্দর লেখা।