নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শিরোনাম\"-শব্দটাই কি শিরোনাম হবার অধিকার রাখে না?

Nasim Ahamed Bijoy

বিজয়

Nasim Ahamed Bijoy › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা বনাম ভালবাসা

১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

যত যাই হোক,আমি তার জন্যই বারবার আমিকে লুকিয়ে নেই।যখনই আমার সামনে কোন সমস্যা এসে হাজির হত,আমি মনে মনে বলতাম 'আই ডোন্ট কেয়ার',আর চলে যেতাম কোথাও দূরে বা কাছে,কিন্তু একাকী,শুধুমাত্র নিজের সাথে।আর ভাবতাম 'আই রিয়েলি ডোন্ট কেয়ার'।হুম,আমি আসলেই কেয়ার করতাম না।কোন বাঁধা তাই আমাকে আটকাতে পারতো না কখনও।আমি চলতাম আমার গতিতে,নিজের মত করে,স্বাধীন ভাবে।এথেকে সহজেই উপলব্ধিনীয় আমার কোন ভালবাসা ছিল না।কারণ আমার ভালবাসা যদি থেকেই থাকত তবে তা আমার স্বাধীনতার পথে বাঁধা দিয়ে এক বৈধ সুখের আবরণে ঢেকে দিত।আর ভালবাসা ছিল না বলে স্বাধীনতার জগতে,বৈধ হোক কি অবৈধ সুখ পেতে,আমার ছিল অবাধ বিচরণ।আমি ভালবাসতাম না কাওকে,নিজেকে ছাড়া,নিজের সুখকে ছাড়া।
কিন্তু এখন!এখন আমি খারাপ ব্যাপার গুলোকে দূরে ফেলে সামনে এগুতে পারি না।কারণ এতে সে কষ্ট পাবে।আমি বাঁধাকে উপড়ে আমার গতিতে আর এগুতে পারি না,কারণ সে এতে কষ্ট পেতে পারে।আমি পারি না সবকিছুকে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে হাঁটা শুরু করতে,পারিনা অবৈধ বা বৈধ না জেনেই সেই সুখের উদ্দেশে পা বাড়াতে।এসবেরই কারণ শুধু সে কষ্ট পেতে পারে।আমি আজ ভালবাসার তীব্রতায় সুতোর বাঁধায় আটকা পড়েছি।মায়ার কুয়াশা ঘিরে আছে আমাকে।আজ আমি ভালবাসি।
ভয় শুধু একটাই,ভালবাসার আকুলতা সামলাতে না পেরে সুতোটা আবার ছিড়ে না যায়!ভালবাসার প্রখরতায় আবার কুয়াশা কেটে না যায়!ভালবাসার উপরে আবার স্বাধীনতা মুক্তি না পেয়ে যায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.