নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরিনআকতার

নাসরিনআকতার › বিস্তারিত পোস্টঃ

আজকের এই কোরবানীটা হবে অনেকের জীবনের শেষ কোরবান যার জন্য দায়ী শুধু মাত্র "ক্ষমতার গদি"

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১

আজ পবিত্র ঈদুল আযহা কিন্তু মনটা ভাল নেই । এই ঈদুল আযহা নিয়ে অমুসলিমদের যত বির্তক কারণ কোরবানীর নামে কত নিরিহ প্রাণী হত্যা করে আসছে সারা জীবন ধরে-এটার কোন সুস্পষ্ট ব্যাখ্যা তারা জানে না এবং গায়ে পড়ে তাদের এর ব্যাখ্যা জানানোর প্রয়োজন কোন মুসলমানের নেই, যদি জানার ইচ্ছে থাকে তাহলে তারা নিজে থেকে জেনে নিতে পারে।

কোরবানীর ব্যাখ্যাই পাওয়া যায়, ঈব্রাহীম (আঃ) প্রিয় সন্তানকে কোরবানী দিতে গিয়ে আল্লাহর হুকুমে ওখানে একটা পশু এসে যায়, পরবর্তীতে সেটা সমগ্র মুসলিম জাহানের জন্য ওয়াজীব হয় যে প্রতি বছর ঈদুল আযহাতে সামর্থবান সবাইকে কোরবানী দিতে হয়।

কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ঈদের পরে রাজনৈতিক কোরবানীর মহাউৎসবে রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার গতি আকড়ে ধরার জন্য কত নাম না জানা মানুষ যে কোনবানী হবে তার আনদাজ কি কেউ করতে পারছেন ?

রাজনৈতিক সহিংসতার কারণে যে সমস্ত মানুষ কোরবান হবে তার দায়ভার কে নিবে ? বুঝতেই পারছি আজকের এই কোরবানীটা হবে অনেকের জীবনের শেষ কোরবান যার জন্য দায়ী শুধু মাত্র "ক্ষমতার গদি"

আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চায় বিনা কারণে যে সমস্ত মানুষ বলী হচ্ছে প্রতিনিয়ত এক কিংবা একাধিক মানুষের ক্ষমতার গদি আকরে ধরার জন্য তাদের যেন আল্লাহ কোন দিন ও ক্ষমা না করে---- সেটা হোক এই জীবন কিংবা পরের জীবন দুটাতেই (অসমাপ্ত ব্যথিত বেদনা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.