![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মান্না দে নেই। ভাবতে ভুল হয়। গুণগুণ করে তাঁর কত গান গেয়েছি। কখনো ঝমঝম করে বৃষ্টি পড়লে, আবার কখনও বা মন খারাপ থাকলে। এমনকি সুখের দিনেও তাঁর দুঃখের গানঙ্গুলো শুনে খুব ভাল লাগত। বাংলাদেশে এসে তিনি বহুবার গান গেয়েছেন। তিনি বাংলার মানুষকে ভা্লবেসেছেন। কারো জায়গা নাকি কেও নিতে পারেনা। মান্না দের মত এত বড় মাপের শিল্পির শূণ্যস্থান পূরণ হবার নয়। তাঁর প্রতি আমার অশেষ শ্রদ্ধা।
©somewhere in net ltd.