![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এক মেয়ে-দর্জি নদীর ধারে বসে কাপড় সেলাই করছিল।সে সেলাইয়ের জন্য আঙ্গুলে টোপর পড়েছিল। হঠাৎ টোপরটি নদীতে পড়ে গেল।সে চিৎকার জুড়ে দিল।তার চিৎকার শুনে প্রভু হাজির হলেন।
প্রভু জিজ্ঞাসা করলেন, ‘ওহে শিশু। তুমি কাঁদছো কেন?’
মেয়ে-দর্জি বলল, ‘আমার আঙ্গুলের টোপর নদীর পানিতে পড়ে গেছে। পরিবারের ভোরণ পোষণের জন্য আমার স্বামীকে আমি সাহায্য করি। এখন আমার কী হবে?’
প্রভুর দয়া হল। তিনি তাঁর হাতখানা নদীর পানিতে ডোবালেন আর টেনে তুললেন একটি সোনালী আঙ্গুলের টোপর যার ওপর নীলকান্তমণি বসানো ছিল।
প্রভু বললেন, ‘এটা কী তোমার আঙ্গুলের টোপর?’
মেয়ে-দর্জি বলল, ‘না’।
প্রভু আবার হাতখানা নদীর পানিতে ডোবালেন আর টেনে তুললেন একটি সোনালী আঙ্গুলের টোপর যার ওপর পদ্মরাগমণি বসানো ছিল।
প্রভু জিজ্ঞেস করলেন, ‘এটা কী তোমার আঙ্গুলের টোপর?’
মেয়ে-দর্জি বলল, ‘না’।
তিনি তাঁর হাতখানা নদীর পানিতে পুনরায় ডোবালেন আর তুলে আনলেন একটি চামড়ার তৈরি আঙ্গুলের টোপর।
মেয়ে-দর্জি বলল, ‘হাঁ, এটাই আমার চামড়ার আঙ্গুলের টোপর’।
মেয়ে-দর্জির সততা দেখে প্রভু ভারী খুশি। তিনি দর্জিকে তিনটি আঙ্গুলের টোপরই দিয়ে দিলেন।এদিকে দর্জি খুশি হয়ে বাড়ি ফিরলেন।
অনেক বছর পার হয়ে গেল। একদিন মেয়ে-দর্জি তার স্বামীর সঙ্গে নদীর তীরে হাটছিলেন।এমন সময় তার স্বামী নদীর পানিতে আচমকা পড়ে কোথায় যেন হারিয়ে গেল।
সে চিৎকার জুড়ে দিল।তার চিৎকার শুনে প্রভু আবার হাজির হলেন।
প্রভু জিজ্ঞাসা করলেন, ‘ওহে শিশু। তুমি কাঁদছো কেন?’
মেয়ে-দর্জি বলল, ‘প্রভু, আমার স্বামী পানিতে পড়ে গেছে।’
প্রভু তাঁর হাতখানা নদীর পানিতে ডোবালেন আর জর্জ ক্লুনীকে তুলে আনলেন।
প্রভু বললেন, ‘এটা কী তোমার স্বামী?’
মেয়ে-দর্জি বলল, ‘হাঁ’।
প্রভু ভীষণ রেগে গেলেন।
তিনি বললেন, ‘তুমি মিথ্যা বলেছো’।
মেয়ে-দর্জি বলল, ‘আমাকে ক্ষমা করুন, প্রভু। একটা ভুলবুঝাবুঝি হয়েছে।আমি যদি জর্জ ক্লুনীকে ‘না’ বলতাম তাহলে আপনি ব্র্যাড পীটকে হয়তো নিয়ে আসতেন। এরপর আমি যদি ব্র্যাড পীটকে ‘না’ বলতাম তাহলে আপনি আমার স্বামীকে উঠিয়ে আনতেন। আর আমি যদি আমার স্বামীকে দেখে ‘হ্যাঁ’ বলতাম, আপনি আমাকে তিনজনকেই দিয়ে দিতেন।কিন্তু প্রভু আমিতো তিন স্বামীর দেখাশোনা করতে পারবো না।সেজন্য আমি জর্জ ক্লুনীকে ‘হ্যাঁ’ বলেছি’।
আর তাই হল। প্রভু জর্জ ক্লুনীকে রাখার অনুমতি দিলেন।
গল্পের নৈতিক উপদেশ হচ্ছে …………
যখনই একজন মহিলা মিথ্যা বলবে, অবশই কোন ভাল বা যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং অন্যের সুবিধা বিবেচনা করেই বলবে।
Signed
All Us Women
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
সূর্য হাসান বলেছেন: জটিল !!!
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
লাবনী আক্তার বলেছেন: যখনই একজন মহিলা মিথ্যা বলবে, অবশই কোন ভাল বা যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং অন্যের সুবিধা বিবেচনা করেই বলবে
বাহ! দারুন লাগল।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে চাপা! এদেশোের উপরের তাকের মহিলারা সর্বদা মিথ্যা কথা বলে।!
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
মহিদুল বেস্ট বলেছেন: মিথ্যুক
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬
মুদ্দাকির বলেছেন: মিথ্যুক
জর্জ ক্লুনি !!
৮| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, দারুণ কৌতুক...
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: