নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন রহমান

নাসরীন রহমান

নাসরীন রহমান › বিস্তারিত পোস্টঃ

বৈশাখ এলো রে!

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৮





গ্রাম বাংলায় এলো, পহেলা বৈশাখ এলো রে

চারিদিকে উৎসবের আমেজ বাংলার নুতন বছরে

দু’হাত বাড়িয়ে বুকে ধরে রাখি উজ্জ্বল দিনগুলোকে

কল্পনা আমার জেগে উঠুক ঝড়ের তালে তালে।



ঘুম থেকে উঠে তরুণ বৃদ্ধ হাতে হাত মিলিয়ে

সেজেছে দারুণ ফতুয়া পাঞ্জাবীতে

এ যেন বাঙ্গালীর চিরচারিত রূপে

সংস্কৃতির নিবিড় পরিচয়ে বেঁধেছে গৌরবে।



দৃষ্টিনন্দন বৈশাখী মেলায় কী আছে?

হস্তশিল্পের ছড়াছড়ি আনাচে-কানাচে

বাংলার প্রাঙ্গন দুলছে গানে গানে

কত যে আনন্দ আকাশে বাতাসে।



ইচ্ছে করে ফুলেল হাত পাখার ঝাপ্টা দিয়ে

পুরোনো বছরের সব দুঃখ গ্লানি দেই উড়িয়ে

পান্তা ভাত, সরষে ইলিশ, বেগুন ভাজি আর শুকনো লঙ্কা

আহা কী মজা, কী তাজা, কী খাসা!



আলুর ভর্তা, শুটকির ভর্তা

বাংলা প্রাণের আকুলতা

মরিচ ও ঝাঁঝালো পেয়াজ ভর্তার ঝালে

পানি পড়ে চোখ দিয়ে টপ টপ করে

এই তো সেই বৈশাখী রাঙ্গা করে মনটাকে।



আমের আচার, কচি আমের টক

জীভে আসে জল, মন করে ছটফট

গজা-বাতাসার মৌ মৌ মিষ্টি

যেন মিষ্টি তরুণীর মধুর হাসি।

ভুলে কী গেছি বাংলার মুড়ি-মুড়কী?

এ যে বাংলার হাতের ছোঁয়ায় মমতার সুরভী।



ফুল এঁকে এঁকে গুণ গুণ করে

সুতো দিয়ে বুনেছি নক্সিকাঁথা মন ভরে

এক সুতোয় আমরা বেঁধেছি

এক সুরে আমরা গাইছি।



কাঁচের চুড়ির ঝনঝনানিতে

বাঙ্গালী ললনা হেঁটে চলে পরম সুখে

খোঁপায় গুজে ফুলের বাহার, নেচে বেড়ায় প্রজাপতি রূপে

তরুণ তরুণীর মিলন মেলা

আড্ডা আড্ডা আর আড্ডার জ্বালা।



ভোর হতে শুরু রঙ্গের খেলা

কী অপরূপ বর্ণাঢ্য মেলা

পুলকিত জনতার ঢল নেমেছে

ঢাকা শহর মুখরিত হয়েছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতিটিই খুবই সুন্দর হয়েছে------

২| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩

নাসরীন রহমান বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর কবিতা।

৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮

আহমেদ জী এস বলেছেন: নাসরীন রহমান ,




২০১৪ এর বৈশাখের সূত্র ধরে ২০১৭ ( বাংলা ১৪২৩ ) এর আগাম বৈশাখী শুভেচ্চা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.