নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখের ও জানার আড়ালে পড়ে থাকে অনেককিছু ঘটনা, যা মানুষ জানতে পারেনা কখনো, বলতেও পারেনা মানুষ অন্যের কাছে, কিন্তু লিখে রাখা যায় কাগজের সাদা পৃষ্ঠায় জীবনের যতো গোপন গল্প।

নষ্টজীবন®

আমি অত্যন্ত সাদাসিধে একজন যুবক, পরিচয় দেয়ার মতো কিছুই নেই, আমি মানুষের মতোই দেখতে।

নষ্টজীবন® › বিস্তারিত পোস্টঃ

আমি রাতের আধার দৃষ্টিহীন চোখ অপ্রকাশিত কাব্য

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৩



ঘুরতে ঘুরতে হাজির হয়ে গেলাম জ্ঞানী গুণী মানুষের মিলনায়তনে, নিজেকে জ্ঞানী মানুষ হিসেবে প্রকাশ করতে নয়, জ্ঞানী মানুষদের মাঝে থেকে দুনিয়াটা সম্পর্কে নতুন জ্ঞান নিতে, পৃথিবীটা সুন্দর পৃথিবীর মানুষ আরও সুন্দর তা উপভোগের স্বাদ নেয়ার জন্যে। জীবনের স্বাদ পুরোপুরিভাবে বুঝতে হলে জীবনকে জানতে হয়, মানুষকে জানতে হয়, জানতে হয় পারিপার্শ্বিকতা সম্পর্কে। আর জনতে হলে যেতে হয় জীবনের খুব কাছাকাছি, মিশতে হয় মাটির সাথে। আমি মিশতে চাই ধূলিমাখা মেঠো পথে, মিশতে চাই পিচ ঢালা রাজপথে, থাকতে চাই মানুষের মাঝে মানুষকে ভালোবেসে, গড়তে চাই প্রেমময় পৃথিবী, যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা মানবিকতার স্পর্শ। সেজন্য ব্লগারদের মাঝে ছুটে এসেছি, কারণ ব্লগাররা পৃথিবীর সতেজ প্রাণ, বাস্তবতার বিবেক মনে হয় আমার কাছে, পরম শ্রদ্ধা আর ভালোবাসা রাখি দেশ-জাতির বিবেক মানবতার অগ্রদূত ব্লগারদের। দোআা করবেন আমার জন্য।

ছবিটি ফেসবুকে পেয়েছি, খুব ভালো লাগলো আমার কাছে। কোন চিত্রশিল্পী তার রংতুলি দিয়ে মনেরমতো করে তৈরি করেছেন ছবিটি। সেজন্য ছবিটির প্রকৃত মালিকের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা ও ভালোবাসা তার নিপুণ রংতুলি ও সুন্দর মনের প্রতি। বড়ই মনকাড়া চিত্র, বাস্তবিকই দুজন যুবতী ননদ-ভাবি এরকম বসে খোশগল্পে মগ্ন থাকেন। অসাধারণ।

শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে আমার ব্লগে আপনার পা যুগলের স্পর্শ রেখে যাওয়ার জন্য।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

শুভ ব্লগিং........


আপনার বিচরণে ব্লগ আরো ঋদ্ধতা বাড়ুক। শুভকামনা নিবেন....

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

নষ্টজীবন® বলেছেন: অভিনন্দন ভাই, দারুণভাবে উৎসাহিত হলাম আপনার দর্শনে।
শুভকামনা রইলো আপনার জন্য

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:
শুভ ব্লগিং৷ব্লগ ও ব্লগারদের নিয়ে আপনার মূল্যায়ন দেখে খুশি হলাম৷আশা করি, আপনিও নিজেকে একজন গুণী ব্লগার হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হবেন৷শুভ কামনা রইলো৷আশা করি নিয়মিত ব্লগে সময় দিবেন৷(ধন্যবাদ)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

নষ্টজীবন® বলেছেন: দোয়া করবেন চৌধুরী ভাই, আপনাদের এমন উৎসাহ আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।

শুভেচ্ছা ও অভিনন্দন

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই ব্লগ আর ব্লগার সম্পর্কে।।

সুন্দর পোস্ট হয়েছে প্রথম পোস্ট হিসেবে।
শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।

আপনার সুন্দর আগামীর প্রত্যাশায়

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

নষ্টজীবন® বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে, দারুণভাবে উৎসাহিত করে গেলেন, প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইলো আপনার জন্য

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর অনুভূতি ও তার প্রকাশ। ♥♥


শুভ ব্লগিং।


শুভকামনা ও ভালোবাসা জানবেন ।


২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

নষ্টজীবন® বলেছেন: উৎসাহ পেলাম ভাই আপনার মন্তব্য পড়ে।
দোয়া রাখবেন,

খুবই আনন্দিত হয়েছি আজ এই জন্য যে আমাকে সেফ দেখাচ্ছে।

শুভকামনা আপনার জন্য

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

পুলক ঢালী বলেছেন: বাহ্ আপনার লেখায় খুব সুন্দর অনুভুতি প্রকাশ পেয়েছে সুন্দর লিখেছেন । শুভ ব্লগিং। ভাল থাকুন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

নষ্টজীবন® বলেছেন: ভালো লাগলো ভাই আপনার এমন উৎসাহী মন্তব্য পেয়ে, দোয়া রাখবেন ভাই।

শুভকামনা রইল

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুভ ব্লগিং।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

নষ্টজীবন® বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন
পদধূলি পেয়ে আনন্দিত হলাম।

শুভকামনা জানবেন আপু

৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ব্লগে স্বাগতম
শুভ ব্লগিং!!

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

নষ্টজীবন® বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন ভাই

পদধূলি পেয়ে আনন্দিত হলাম।

শুভকামনা জানবেন

৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

নজসু বলেছেন: আপনাকে স্বাগতম।
আশা করি নিরাশ হবেন না।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

নষ্টজীবন® বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন ভাই আমার ব্লগে,
না ভাই আমি নিরাশ নই, আমি এখন সেফ তাই খুব খুশি।

শুভকামনা আপনার জন্য

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং। আপনার এই যাত্রা মধুর হউক।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

নষ্টজীবন® বলেছেন: আলহামদুলিল্লাহ, আপনার দোয়া কবুল হইছে মনে হয়, আমাকে সেফ দেখাচ্ছে, খুবই আনন্দিত আজ।

শুভকামনা আপনার জন্য

১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

নজসু বলেছেন: ব্লগে আসছেন না অনেকদিন।
আশা করি ভালো আছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

নষ্টজীবন® বলেছেন: বড়ই আনন্দিত আপনার এমন আন্তরিক খোঁজখবর নেয়ায়

শুভকামনা জানবেন সবসময়

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Happy Blogging :)

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

নষ্টজীবন® বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন ভাই আপনার জন্য,
আমি সেফ দেখাচ্ছে তাই অনেক আনন্দিত আজ, দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতি উত্তর দেখতে এসে আপনার সেফ হওয়ার কথা শুনে আমারও খুবই আনন্দ হচ্ছে।
অভিনন্দন ও শুভকামনা আপনার জন্য।

নতুন পোস্ট কেন দিচ্ছেন না ভাই!! প্রতীক্ষায় রইলাম।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

নষ্টজীবন® বলেছেন: দোয়া রাখবেন গো ভাই, সময় হয় না বেশিক্ষণ থাকবার, তাই দিকে পারছিনা নতুন কোন লিখা। তবে দিবো দএকের ম।
শুভকামনা আপনার জন্য

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ব্লগে স্বাগতম, মিষ্টিমুখ করুন।


২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

নষ্টজীবন® বলেছেন: আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি, ভালো লাগলো ভাই। আমি সেফ হয়েছি সেজন্য আনন্দের মাঝে আরও আনন্দ দিয়ে গেলেন।দোয়া রাইখেন ভাই।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.