নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

পাহাড় ধস

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

নাসরীন খান


প্রতিনিয়ত জীবন আর জীবিকার জন্য কষ্ট
আছে ক্ষুধা আর তৃষ্ণায় বা্ঁচার পথ অবরুদ্ধ
কোন রকম চলে জীবনের চাকা ঢিমা লয়ে
আমরা তবুত বেঁচে আছি সবকিছু সয়ে
অতিবর্ষন কেড়ে নিল তাজা সবুজ প্রাণ
বেঁচে থাকার স্বপনটুকু আজ ভেঙে খান খান
কোথায় বাঁধব বসত মোদের ,পাব কোথায় ঠাঁই
পাহাড় ধসে জীবন দিল আমার বোন আর ভাই
মাথা গুজার জায়গা টুকু নেই এখন আর বলতে
নিভু নিভু চারিদিক আজ জীবন নামের সলতে
আবার এমনটিই হবে ভাঙবে কতক প্রাণ হারাবে
পরিবর্তন হবে না কিছু দু একদিন কিছুবিবেক নাড়াবে
আমদের ভাগ্য যেমন আছে তেমনি রবে পথচেেয়ে
অনিশ্চত ছন্নছাড়া কাটাব দিন খেয়ে না খেয়ে
হয়তবা আমিও লাশ হব কোন এক ঢলে
দুঃখ করবে কজন আবার আহা বলে।
প্রতিনিয়ত জীবন আর জীবিকার জন্য কষ্ট
আছে ক্ষুধা আর তৃষ্ণায় বা্ঁচার পথ অবরুদ্ধ
কোন রকম চলে জীবনের চাকা ঢিমা লয়ে
আমরা তবুত বেঁচে আছি সবকিছু সয়ে
অতিবর্ষন কেড়ে নিল তাজা সবুজ প্রাণ
বেঁচে থাকার স্বপনটুকু আজ ভেঙে খান খান
কোথায় বাঁধব বসত মোদের ,পাব কোথায় ঠাঁই
পাহাড় ধসে জীবন দিল আমার বোন আর ভাই
মাথা গুজার জায়গা টুকু নেই এখন আর বলতে
নিভু নিভু চারিদিক আজ জীবন নামের সলতে
আবার এমনটিই হবে ভাঙবে কতক প্রাণ হারাবে
পরিবর্তন হবে না কিছু দু একদিন কিছুবিবেক নাড়াবে
আমদের ভাগ্য যেমন আছে তেমনি রবে পথচেেয়ে
অনিশ্চত ছন্নছাড়া কাটাব দিন খেয়ে না খেয়ে
হয়তবা আমিও লাশ হব কোন এক ঢলে
দুঃখ করবে কজন আবার আহা বলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.