![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।
ছাত্রদল তখনই রাজপথ দখল করতে পারবে যখন দেখবে রাজপথে থাকলে দলে স্থান পাওয়া যায়।কিন্তু,আপ্রিয় হলেও সত্যি যে লবিং,অর্থের মাধ্যমে,নেতার পাশে বসে গোলামী ও ভাই ভাই করে অনেকেই শুধু নেতা না,কেন্দ্রীয় পর্যায়ের নেতা হয়ে যায়।তাই,আজ হাজারো চেষ্টা করে ছাত্রদলের কাছ থেকে দল যতটুকু চায় এর ১০% ও দিয়ে পারছে না ছাত্রদল।এই মুহুর্ত থেকেই প্রয়োজন ঢাকা ও এর আশে পাশের জেলাগুলোর কমিটি তরুণ মেধাবীদের হাতে তুলে দেওয়া।কারন,ঢাকা ও কেন্দ্রীয় রাজনীতিতে সফলতার জন্য ঢাকার আশে-পাশের জেলার প্রয়োজনীয়তা একটু হলেও আছে।
বিঃদ্রঃ-- ছাত্রদল মাঠ দখলে ব্যর্থ হলে ব্যর্থ হবে দল।আর,ছাত্রদলের সফলতার জন্য চাই তরুণ মেধাবী ছাত্রনেতা কোন বড় ভাইয়ের গোলাম বা দালাল নয়।------------------------------- আদনান রহমান।
©somewhere in net ltd.