নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় চলছে,চলবে !!!!!

আমি তোমাদের একজন।

ব্লগার আদনান রহমান

ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।

ব্লগার আদনান রহমান › বিস্তারিত পোস্টঃ

যদি দলই ক্ষমতায় না আসতে পারে তাহলে,পদ-পদবী দিয়ে কি হবে ? যারা যারা এই কথাটা বলছেন তাদের দৃষ্টি আকর্ষন করছি !!!!!

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

সম্মানিত ভাইয়েরা ,

শুধু মাত্র একটি বিষয় লক্ষ করে দেখুন বর্তমান রাজনীতিতে পদ-পদবী হীন বা ছোট পদ পাওয়া নেতাদের কথা আমি ও আপনি শোনি কি না ? একজন কেন্দ্রীয় নেতা যে কোন একটা বিষয় নিয়ে কথা বললে হাজারো মানুষ তাতে সাড়া দেয় আলোচনা-সমালোচনা করে কিন্তু,একজন সাধারন কর্মী খুব গুরুত্ব পুর্ন্য কথার কোন মুল্যায়নই নাই আমাদের কাছে।আজকে কোন ইউনিটের সভাপতি,সম্পাদকের ডাকে যে কয়জন মানুষ রাস্তায় নামে,একজন সাধারন মানুষ যদি তিলে তিলে রাস্তায় মরেও যায় কেউ চোখ ফিরিয়ে তাকায়ও না । আমি ফেসবুক ব্যবহার করার শুরুর থেকে আজ পর্যন্ত আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই নেতা হওয়ার পুর্বের গুরুত্ব ও পরে তার গুরুত্ব কতটা বৃদ্ধি পায়েছে আমি নিজে দেখে অবাক হয়ে যাই। পদ পাওয়ার আগে হাজারো গুরুত্ব পুর্ন্য কথা লিখলেও কারো কাছ থেকে মুল্যায়ন পাওয়া যায় না ।আবার নেতা হওয়ার পর তার ছবিতে ও অযৌক্তিত পোষ্টেও হাজার লাইক,কমেন্ট পেতে দেখেছি ।



দায়িত্ব না নিলে আপনারা কিভাবে বুঝবেন যে কে কতটা সাংগঠনিক।দায়িত্ব অবহেলার পর আমরা মানুষের বা নেতাদের সমালোচনা করতে পারি।তাই,রাজনীতিতে সক্তিয় ভুমিকায় রাজপথে আন্দোলনের জন্য চাই কমিটি ও পদ-পদবীর মত গুরুত্ব পুর্ন্য দায়িত্ব ।



ভবিষতের আন্দোলন-সংগ্রামে দলকে রাজপথে সক্তিয় ভুমিকায় দেখতে চাইলে কমিটি প্রদান করা জরুরী।আর সারা দিন যদি সমালোচনা করি ওমুকে ব্যর্থ,সুমুকে ব্যর্থ তাহলে আর আন্দোলন চাঙ্গা হবে না । আন্দোলন চাঙ্গা করার জন্য সকল কে ঐক্যবদ্ধ করতে চাই নিয়মিত কমিটি প্রদান করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.