নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় চলছে,চলবে !!!!!

আমি তোমাদের একজন।

ব্লগার আদনান রহমান

ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।

ব্লগার আদনান রহমান › বিস্তারিত পোস্টঃ

এ কেমন পরীক্ষা ?

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

ঘটনাটা,নারায়নগঞ্জ জেলার,রুপগঞ্জ থানার,তারাব পৌর সভার,১ নং ওয়ার্ডের উত্তর পাড়ার ঘটনা ।

১০ বছর বয়সী একটা ছেলে(টেম্পু হেল্পার)৮ বছর বয়সী একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে যায়,পরিবারের অমতে।কিন্তু,৮/১০ বছর বয়সের প্রেমীক-প্রেমীকার দৌড় কতটা, মানে পালিয়ে যেতে পারে তা বুজার আর অপেক্ষা রাখে না । পরের দিন তাদের পরিবারের লোকজন তাদের ধরে নিয়ে আসে গ্রামে।এর পর এলাকায় সালিশি ডাকে দুই পরিবারের লোকজন।

বিচারে বিচারকরা ফয়সালা দেয়,তাদের বিয়া করানোর।কিন্তু,এই বয়সে বিয়া কইরা ঘর-সংসার করতে পারবো কি,পারবো না এই জন্য একটা পরীক্ষার আয়োজন করলো।তাদের কে একটা ঘরের ভিতরে ডুকিয়ে বাইরে থেকে তালা মাইরা দিল আর বাইরে থেকে জানালা দিয়া ২/৩ মহিলা তাদের কার্যক্রম পর্যবেক্ষন করতে থাকে।একটা সময় মহিলারা বিচারকদের বলে,ওরা পাশ। ওদের এখন দিয়া করানো যায় ।

বিঃদ্রঃ- ৮/১০ বছর বয়সের প্রেমীক-প্রেমীকা পাগল নাকি বিচারকরা পাগল। এই কাহিনী শোনার পর আমি পুরাই টাসকি খাইয়া গেলাম ।৮/১০ বছর বয়সের প্রেমীক-প্রেমীকা,এই বয়সের পোলাপাইনদের তো সুন্নতে খাতনাই(নুনু কাটানো) করা হয় না । ক্যামনে কি ! X(X(X(X(X(X(X(X(X(X(X(X(:D:D:D:D:D:D

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

হেডস্যার বলেছেন:
এক ১০ বছরের ছেলেকে ধর্ষন মামলায় গ্রেফতারের পর আদালতে তোলা হল।
আদালতে ঐ ছেলের মহিলা আইনজীবি বিচারকের সামনে বাচ্চার জিনিসে টোকা দিয়া বলল---- মাননীয় আদালত, আপনিই বলেন এত ছোট বাচ্চার এই জিনিস দিয়ে কি ধর্ষন সম্ভব??

তখন হঠাত করে ছেলেটি বলে উঠলঃ আপা জিনিস আস্তে নাড়েন, নাইলে কিন্তু কেস হাইরা যাইবেন। :D

জোকসখানা কিঞ্চিত অশ্লীল কিন্তু আপনার কেসের সাথে মিল আছে তাই না বইলা পারলাম না।

:-&

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলাই পাগল ! X((

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮

জেরিফ বলেছেন: =p~ =p~ =p আর কত কি দেখুম

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬

ভারসাম্য বলেছেন: হেডস্যারের কমেন্টে ++।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩

ব্লগার আদনান রহমান বলেছেন: হেডস্যার :------- মজা পাইলাম আপনার কমেন্টস টা পরে ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

ব্লগার আদনান রহমান বলেছেন: অপূর্ণ রায়হান----------------- প্রথম প্রথম আমারও তাই মনে হত কিন্তু এখন যখন দেখতেছি ওরা ঘর করছে তখন বুজলাম না ওনারা পাগল না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.