![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।
ঘটনাটা,নারায়নগঞ্জ জেলার,রুপগঞ্জ থানার,তারাব পৌর সভার,১ নং ওয়ার্ডের উত্তর পাড়ার ঘটনা ।
১০ বছর বয়সী একটা ছেলে(টেম্পু হেল্পার)৮ বছর বয়সী একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে যায়,পরিবারের অমতে।কিন্তু,৮/১০ বছর বয়সের প্রেমীক-প্রেমীকার দৌড় কতটা, মানে পালিয়ে যেতে পারে তা বুজার আর অপেক্ষা রাখে না । পরের দিন তাদের পরিবারের লোকজন তাদের ধরে নিয়ে আসে গ্রামে।এর পর এলাকায় সালিশি ডাকে দুই পরিবারের লোকজন।
বিচারে বিচারকরা ফয়সালা দেয়,তাদের বিয়া করানোর।কিন্তু,এই বয়সে বিয়া কইরা ঘর-সংসার করতে পারবো কি,পারবো না এই জন্য একটা পরীক্ষার আয়োজন করলো।তাদের কে একটা ঘরের ভিতরে ডুকিয়ে বাইরে থেকে তালা মাইরা দিল আর বাইরে থেকে জানালা দিয়া ২/৩ মহিলা তাদের কার্যক্রম পর্যবেক্ষন করতে থাকে।একটা সময় মহিলারা বিচারকদের বলে,ওরা পাশ। ওদের এখন দিয়া করানো যায় ।
বিঃদ্রঃ- ৮/১০ বছর বয়সের প্রেমীক-প্রেমীকা পাগল নাকি বিচারকরা পাগল। এই কাহিনী শোনার পর আমি পুরাই টাসকি খাইয়া গেলাম ।৮/১০ বছর বয়সের প্রেমীক-প্রেমীকা,এই বয়সের পোলাপাইনদের তো সুন্নতে খাতনাই(নুনু কাটানো) করা হয় না । ক্যামনে কি !
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলাই পাগল !
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
জেরিফ বলেছেন:
=p আর কত কি দেখুম
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬
ভারসাম্য বলেছেন: হেডস্যারের কমেন্টে ++।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩
ব্লগার আদনান রহমান বলেছেন: হেডস্যার :------- মজা পাইলাম আপনার কমেন্টস টা পরে ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫
ব্লগার আদনান রহমান বলেছেন: অপূর্ণ রায়হান----------------- প্রথম প্রথম আমারও তাই মনে হত কিন্তু এখন যখন দেখতেছি ওরা ঘর করছে তখন বুজলাম না ওনারা পাগল না ।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫
হেডস্যার বলেছেন:
এক ১০ বছরের ছেলেকে ধর্ষন মামলায় গ্রেফতারের পর আদালতে তোলা হল।
আদালতে ঐ ছেলের মহিলা আইনজীবি বিচারকের সামনে বাচ্চার জিনিসে টোকা দিয়া বলল---- মাননীয় আদালত, আপনিই বলেন এত ছোট বাচ্চার এই জিনিস দিয়ে কি ধর্ষন সম্ভব??
তখন হঠাত করে ছেলেটি বলে উঠলঃ আপা জিনিস আস্তে নাড়েন, নাইলে কিন্তু কেস হাইরা যাইবেন।
জোকসখানা কিঞ্চিত অশ্লীল কিন্তু আপনার কেসের সাথে মিল আছে তাই না বইলা পারলাম না।
:-&