![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।
প্রতিদিন সকাল-বিকাল-সন্ধায় মায়ের কাছ থেকে পকেট খরচের টাকা চাইতে চাইতে এতো দিনে আমার মনে হয় আমি ভিক্ষুকদেরও রেকর্ড ভাঙ্গ করে ফেলেছি ! রাজনীতি না পারছি ঠিক মত করতে না পারছি ছাইড়া চাকুরি/ব্যবসায় করতে।তবুও আশায় বুক বেঁধে আছি কোন একদিন এই অবস্থা থেকে মুক্তি মিলবে আমরা।
মাঝে মধ্যে দলের সিনিয়র নেতাদের কার্যকলাপ দেখে আমি হতভম্ব হয়ে যাই।একজন রাজপথে সক্রিয় কর্মী অনেক ত্যাগ,পরিশ্রম করে একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে দলে একটা ভালো অবস্থান নিয়ে সম্মানের সাথে রাজনীতি করার জন্য কিন্তু,হঠাৎ কোন এক ধনী ব্যবসায়ী এসে অর্থের বিনিময়ে দল থেকে বিনা পরিশ্রমে , দলে জায়গা করে নেয় আর,এই সময় ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের সিনিয়র নেতারা শান্ত করার জন্য আশ্বাস দিয়ে চলে যায়। ত্যাগীরা দলের জন্য শুধু ত্যাগই করে যায় আর ব্যবসায়ীরা এসে অর্থে জোরে দলের নিয়ম ভঙ্গ করে। একের পর এক রাজপথের সক্রিয় নেতাদের অবহেলা করার মধ্য দিয়ে তাদের ঘরকোনে করে রাখে আর,তাদের পা-চাটা লোকদের দিয়ে রাজনীতি পরিচালনা করে।
এই ভাবে আর কত দিন চলবে আমাদের প্রাণ-প্রিয় দলের রাজনীতি ? আমরা কি শুধু দলের জন্য ত্যাগ করেই যাবো,রাজপথে আন্দোলন-সংগ্রাম করবো আর,চাটুকার,সুবিধাবাদীরা দলে একে একে স্থান করে নিবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো !
আমার প্রান-প্রিয় দলের হাই-কমান্ড(স্থায়ী কমিটি,নির্বাহী কমিটির),কেন্দ্রীয় ছাত্রদল,যুবদলের শীর্ষ স্থানীয় ও আমাদের জেলা বিএনপি,যুবদল,ছাত্রদলের শীর্ষ স্থানী নেতাদের কাছে আমার প্রশ্ন , আপনারা কি কখনই দলের তৃণমুলে যোগ্য,মেধাবী ও পরিশ্রমীদের মুল্যায়ন করবেন নাকি অর্থে কাছে বার বার বিক্রয় হয়ে নিজের বিবেক বিসর্জন দিবেন , খুব জানতে ইচ্ছা করছে ?
বিঃদ্রঃ---- আপনারা কমেন্টসে লোক-লজ্জার ভয়ে যদি বলতে না পারেন দয়া করে আমার ইনবক্সে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিলে আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো !
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪২
খেলাঘর বলেছেন:
আপনি রাজনীতির 'রা' এর কাছেও নেই; আপনি দল করছেন একটা কিছু পাবার আশায়।
বাংলাদেশে এই মহুর্তে রাজনীতি কেহ করছে না; সবাই দলবাজি করছে; এগুলো আইনের অধীনে ডাকাতী।