নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় চলছে,চলবে !!!!!

আমি তোমাদের একজন।

ব্লগার আদনান রহমান

ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।

ব্লগার আদনান রহমান › বিস্তারিত পোস্টঃ

:D:D:D পরিপূর্ণ তৃপ্তি :D:D:D

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ের ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই।তাইতো,আমি সব-সময় আমার কাছে কিছু মানুষের সুখে-দুঃখে যে ভাবেই পারি তাদের নিয়ে সুখি থাকতে চাই।কারন,জীবনের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করেছি বন্ধু-বান্দব,রাজনৈতিক ব্যক্তিত্ত,ধনী-গরীবদের পাশে থেকে।কিন্তু,অপ্রিয় হলেও সত্যি যে,প্রয়োজনের তাগিতে অনেকেই আসছে-গেছে কিন্তু,কিছু মানুষ আজও আমার ও আমাদের পাশে আছে আর,তারাই তাদের ভালবাসা দিয়ে আমার ও আমাদের সকল প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা করে।শুধু মাত্র এই কারনেই আমি আদনান বুক ফুঁলিয়ে মাথা উঁচু করে এখনও চলতে পারি সব ধরনের সমাজ/পরিবেশ রক্ষা করে।
আর,আমি একেই মনে করি ক্ষমতা।কারন,আমি একা না ! আমি ও আমরা যারা আছি তারা একজনের বিপদে আমরা সবাই সবার স্থান থেকে চেষ্টা করি নিজেদের সম্মান রক্ষা করতে ও বিজয় ছিনিয়ে আনতে।এবং বেশীর ভাগ কাজেই আমরা সাফল্য পেয়েছি আবার,মাঝে মধ্যে ব্যর্থও হয়েছি।সাফল্য দেখে অনেকেই হুমরী খেয়ে আমাদের গ্রুপে এসেছে আবার ব্যর্থতা দেখে পালিয়েছে।কিন্তু,আমরা আমরা ঠিকই আছি,ইন শা আল্লাহ সারা জীবন আমরা আমরাই থাকবো।
আমি কখনই চাই না পদ-পদবী বা বড় কিছু হওয়ার যদি আমরা আমরা ঠিক থেকে পদ-পদবীওয়ালাদের সাথে লড়াই করে টিকে থাকতে পারি তাহলে,কেনই বা নিজের ক্ষুদ্র স্বর্থের জন্য নিজেদের মধ্যে দন্দ করবো।------------------- :D:D

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

মনিরা সুলতানা বলেছেন: ভাল উপলব্ধী ...

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ব্লগার আদনান রহমান বলেছেন: মনিরা সুলতান--------- ধন্যবাদ ভাই।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

 বলেছেন: ভালো উপলব্ধই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.