![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।
শেষ কবে এমন আড্ডা দিছি মনে পরছে না।২০১০ ইং এ গ্রাজুয়েশন শেষ করার পর একেক জন একেক কাজে ব্যস্ত হয়ে গিয়ে ছিলাম।আর আমি বিরোধী দলের রাজনীতি করার কারনে নানা রকম সমস্যায় পরে জীবনটা অন্য রকম হয়ে গিয়ে ছিল।
গতকাল ঢাকায় আসি এক বড় ভাইয়ের বিয়েতে হঠাত,করেই কথা হলো ইমতিয়াজের সাথে। এর পর প্যালন রাতে থাকবো এক সাথে।প্রথমে ব্যচলর বন্ধুরা আসা শুরু করল এর পর বিবাহিতরা।রাত ১১ টার দিকে ২৪/২৫ জন এক সাথে। বৌ পাগল বন্ধু গুলো বৌয়ের কাছে গেল আর আমরা থেকে গেলাম। সবুজ-১(গুবাইজ্জা),সবুজ-২,সানি,হুমায়ন,ইমতিয়াজ,সোহেল(বিবাহিত,বাচ্ছার বাপ),মান্না,শরিফ ও আরো ৪ জন।সাড়া রাত চরম মাস্তিতে কাটালাম।
বন্ধুদের বহুদিন পর এক সাথে পেয়ে কতটা যে ভালো লাগলো বলে বুজাতে পারব না।আল্লাহ-ই জানে আবার কবে এমন আড্ডা দিতে পারবো এক সাথে বন্ধুরা।
সকাল হওয়ার সাথে সাথে যে যার মত অফিসে আর আমি বেকার রাজনীতিবিদ বসে বসে স্যাটাস লিখছি !!------------আদনান রহমান।
©somewhere in net ltd.