নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকার ষম্রাট (আমার দাদুর দেওয়া উপাধি)

স্বপ্ন দেখতে দেখতে রাত পার হয়ে যায় কিন্তু এ স্বপ্ন কি আমাকে আমার স্বপ্ন পুরন করতে দিবে (confused)

দুষ্ট_ছেলে

নাম আর পিস দেখাও বুঝেন নাই আ আ আ মি কে আমার দিকে বেশি তাকাইয়েন না কিনতুক

দুষ্ট_ছেলে › বিস্তারিত পোস্টঃ

আমার আপুটা মরে যাচ্ছে একটা মিনিট সময় দিবেন? দয়া করে একটু শুনবেন

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০





গতবছরের কথা । আম্মু হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ে ।আব্বু অফিসের কাজে বাইরে থাকায় আমি আম্মুকে নিয়ে রাজশাহী আসলাম । শহরে নতুন । কিভাবে ভর্তি করবো । কি করবো কিছুই বুঝছিলাম না । এদিকে আম্মুর পেটের পেইন আরও বেড়ে যাচ্ছিলো । সমস্যাটা আরও বড় হলো যখন দেখলাম তাড়াহুড়া করে বাড়তি কোন টাকা আনতেই ভুলে গেছি । নিজের ওপর রাগে আম্মুর কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে । কিভাবে ভর্তি করবো কি করবো বুঝছিলাম না । টাকা ছাড়া ভর্তিও নিবেনা। এমন সময় আমার কান্না দেখে এপ্রোন পরা একটা আপু এগিয়ে আসে । আমি আপুটাকে সব বলি । আপু বলে আমি এই মেডিকেল কলেজে এবারই নতুন ভর্তি হয়েছি । দেখি তোমার জন্য কি করা যায় । আপু বলে ভর্তি করে দিয়ে রুম থেকে টাকা নিয়ে আসে । আম্মু চিকিৎসা হয় । শহরে নতুন আনাড়ি ছেলেটাকে আপুটা সেদিন অনেক হেল্প করে । আম্মু সুস্থ্য হয় । আসার আগে আমি আপুটাকে বলেছিলাম '''আপনি না থাকলে আমার আম্মুর অনেক ক্ষতি হয়ে যেত । যদি কোনদিন পারি আপনাকে আমি হেল্প করবো'' ।

আপু সেদিন হেসে বলেছিলো আরে বোকা ডাক্তারতো হচ্ছি । ডাক্তাররা রোগীদের সাহায্য করবে এটাই তাদের ধর্ম। দুয়া করিস যাতে ভবিষ্যতেও এমন হেল্প করতে পারি ।অনেক বড় ডাক্তার হতে পারি ।আপুর কথাশুনে আমার চোখ দ্বিতীয়বারের মত অশ্রূসিক্ত হয়েছিলো সেদিন । মনে মনে সেদিন প্রাণ খুলে দুয়া করছিলাম আপুটা যেন সত্যি সত্যি অনেক বড় ডাক্তার হয় । কিন্তু সেই আপুটার সেই ডাক্তার হওয়ার স্বপ্ন আজ বিবর্ণ, জ্বীর্ণ ।



সেই আপুটা বেশ কিছুদিন ধরে bilateral bronchiectasis রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইডে ভর্তি আছে । বাংলাদেশে ট্রিটমেন্ট সম্ভব নয় বলে ডাক্তাররা বর্ষা আপুকে ভারতের দিল্লীতে নিয়ে যাবার উপদেশ দিয়েছে এবং খুব শীগ্রই আপুকে দিল্লীতে রেফার করতে হবে।

যেই আপু স্বপ্ন দেখেছিলো একদিন বড় ডাক্তার হয়ে চিকিৎসা করবে সে এখন বেডে শুয়ে মৃত্যুর পথযাত্রী হয়ে আসীম শূন্যতায় হারিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে । আজও আমি আসহায় । আমি পাশে থেকেও আপুর জন্য কিছু করতে পারছিনা । আপুর চিকিৎসার জন্য আনুমানিক ২০ লক্ষ টাকার প্রয়োজন ।এতটাকা আপুর ফ্যামেলির জন্য জোগার করা সম্ভব নয়। তাই আমিও আবার আজ অপেক্ষা করছি আমার কোন না কোন ভাইয়া/আপুরা এগিয়ে আসবে বর্ষা আপুকে বাচানোর জন্যে ।''''''আর আপুটার বাবাও বেচে নেই ।আর আপু গতবছর দরিদ্রকোটায় ইসলামি ব্যাংক মেডিকেল, রাজশাহীতে ভর্তি হয় '''



আপনার একার দেওয়া পঞ্চাশ-একশ টাকায় হয়ত কাজ হবে না। তবুও দিন না। একটু চেষ্টা করুন। প্লিজ, ভাইয়া,আপুরা!আপনাদের দেওয়া ৫০/১০০ করে দেওয়া সবার টাকা যখন একসাথে হবে তখন ধীরে ধীরে চিকিৎসা করার জন্য টাকা উঠবে আসবে ইনশাআল্লাহ ।



সাহায্যোর জন্য --

Md.Shafiqul bari(বর্ষার ভাই)

A/C 011-010683-011

hsbc narayangonj

B-KASH A/C

01781955445 ; 01712013737 ; 01735169818



for any details,contact

himel - 01737215191

monodip - 01754000914

tahsin - 01736242422



ইভেন্ট লিংক :: "আসুন পাশে দাঁড়াই ,একটি স্বপ্ন একটি জীবনকে বাঁচায় "

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

মুক্তকণ্ঠ বলেছেন: আল্লাহ আপুকে সুস্থ্য করে তুলুক। আমীন।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩০

দুষ্ট_ছেলে বলেছেন: আমীন। :(

২| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

আমিনুর রহমান বলেছেন:




আল্লাহ্‌ সহায় হউন। উনার সুস্থতা কামনা করছি।


৫০/১০০ করে দেওয়া সবার টাকা যখন একসাথে হবে তখন ধীরে ধীরে চিকিৎসা করার জন্য টাকা উঠবে আসবে ইনশাআল্লাহ ।


১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩১

দুষ্ট_ছেলে বলেছেন: ধন্যবাদ ভাইয়া

হুম । সবাই একটু একটু করে দিলেই হতো :(

৩| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ তার হায়াত বাড়িয়ে সুস্থ করে দিন , পোস্ট টি স্টিকি করা হোক ।।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩২

দুষ্ট_ছেলে বলেছেন: আমিন ।

হুম পোস্ট টি স্টিকি করলে ভালো হত ।

৪| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

সাদরিল বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ তার হায়াত বাড়িয়ে সুস্থ করে দিন , পোস্ট টি স্টিকি করা হোক ।।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

দুষ্ট_ছেলে বলেছেন: আমিন ।

হুম পোস্ট টি স্টিকি করলে ভালো হত ।

৫| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২২

চিরতার রস বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ তার হায়াত বাড়িয়ে সুস্থ করে দিন , পোস্ট টি স্টিকি করা হোক ।।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

দুষ্ট_ছেলে বলেছেন: আমিন ।

হুম পোস্ট টি স্টিকি করলে ভালো হত ।

৬| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

আমিনুর রহমান বলেছেন:




সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল পোস্ট টি স্টিকি করার জন্য।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

দুষ্ট_ছেলে বলেছেন: জানিনা করবে কি না :(

৭| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯

সরকার আলী বলেছেন: আমারমতে, পোস্টটি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি স্টিকি করাই মঙ্গলজনক।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

দুষ্ট_ছেলে বলেছেন: হুম ভাইয়া

৮| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০

মামুন রশিদ বলেছেন: আমরা ব্লগাররা অনেকবারই আর্তের পাশে দাঁড়িয়েছি । ছোট ছোট সহযোগীতার হাত এক হয়ে বাঁচিয়ে দিয়েছে অনেক জীবন । এবারও আমরা বর্ষা আপুর পাশে দাঁড়াতে চাই । ব্লগ কর্তৃপক্ষ এবং ব্লগার্স সবাইকে আহ্বান জানাই মানবিক সাহায্যে এগিয়ে আসার ।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৪

দুষ্ট_ছেলে বলেছেন: ধন্যবাদ বাইয়া । দেখা যাক কি হচ্ছে

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

দুষ্ট_ছেলে বলেছেন: আপনার কমান্ট টা দিয়েই পোস্ট দিলাম

৯| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩

দি সুফি বলেছেন: ফি আমানিল্লাহ্‌।


আমিনুর রহমান বলেছেন:
সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল পোস্ট টি স্টিকি করার জন্য।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৪

দুষ্ট_ছেলে বলেছেন: হুম ধন্যবাদ

১০| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

নীল ভোমরা বলেছেন: আল্লাহ আপুর প্রতি সহায় হোন। ...উনি সুস্থ্য হয়ে উঠুক!

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৪

দুষ্ট_ছেলে বলেছেন: আমিন

১১| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১

লিংকন১১৫ বলেছেন: পোস্ট টিকে স্টিকি করার অনুরোধ জানাচ্ছি

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৫

দুষ্ট_ছেলে বলেছেন:

হুম পোস্ট টি স্টিকি করলে অনেক ভালো হত ।

১২| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

রাজা পােবল বলেছেন: সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল পোস্ট টি স্টিকি করার জন্য।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

দুষ্ট_ছেলে বলেছেন:
হুম পোস্ট টি স্টিকি করলে ভালো হত । কিন্তু সেটা সামুর চোখে পড়বেনা মনে হয় :'(

১৩| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২

*কুনোব্যাঙ* বলেছেন: আরোগ্য কামনা করি। পরম করুণাময় চায় তো সকলের অংশগ্রহনে এমন সুহৃদয় আপুটি সুস্থ হয়ে উঠবেন।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৭

দুষ্ট_ছেলে বলেছেন: আমিন ।

১৪| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

রোদেলা দুপুর বলেছেন: পোস্ট টি স্টিকি করা হোক.।.।.।.।.।।।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৭

দুষ্ট_ছেলে বলেছেন: হুম পোস্ট টি স্টিকি করলে ভালো হত । কিন্তু সেটা সামুর চোখে পড়বেনা মনে হয়

১৫| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

আলোর পরী বলেছেন: আল্লাহ তাকে সুস্থ করে তুলুক । আর এই পোস্ট টি স্টিকি করা হোক ।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৭

দুষ্ট_ছেলে বলেছেন: হুম পোস্ট টি স্টিকি করলে ভালো হত । কিন্তু সেটা সামুর চোখে পড়বেনা মনে হয়

১৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৪

উদাস কিশোর বলেছেন: মামুন রশিদ বলেছেন: আমরা ব্লগাররা অনেকবারই আর্তের পাশে দাঁড়িয়েছি । ছোট ছোট সহযোগীতার হাত এক হয়ে বাঁচিয়ে দিয়েছে অনেক জীবন । এবারও আমরা বর্ষা আপুর পাশে দাঁড়াতে চাই । ব্লগ কর্তৃপক্ষ এবং ব্লগার্স সবাইকে আহ্বান জানাই মানবিক সাহায্যে এগিয়ে আসার ।
পোষ্ট টি স্টিকি করা হোক

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

দুষ্ট_ছেলে বলেছেন: পোষ্ট টি স্টিকি করবেনা ভাইয়া :((

১৭| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৬

দুরন্তু পথিক বলেছেন: যতটা পারি করবো ইনশাআল্লাহ্‌

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

দুষ্ট_ছেলে বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

ইখতামিন বলেছেন:
যতটা পারি চেষ্টা করবো

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

দুষ্ট_ছেলে বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৯| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৫১

এ কে এম রেজাউল করিম বলেছেন: আমি উপরের একাউন্টে কালই কিছু $ ডলার পাঠাচ্ছি ( আমেরিকা যুক্তরাষ্ট থেকে)। করুনাময়-এর প্রার্থনা করি বৃষ্টি আপার অসুখ ভালো হোক।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

দুষ্ট_ছেলে বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.