![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
খুব খারাপ লাগছে। ব্লগে আমি কত জনের কত লেখা পড়ে ফেললাম। একজনের লেখা পড়ে তো চোখে পানিই চলে এসেছিল। সবাই দেখলাম কত সুন্দর সুন্দর মন্তব্য করছে। সেসব দেখে আমার মনেও অজস্র কথা এসে জমা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য জনকভাবে ৭ দিন পেরিয়ে যাবার পরও আমাকে কারাগারে বন্দি রাখা হয়েছে।
এটা ঠিক না। অন্যায়।
@ খেয়াঘাটঃ
আপনি ভাইয়া না আপু , নাম দেখে সেটা বুঝতে পারলাম না। আমার বোঝার অক্ষমতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্লগে আপনার সাথেই আমার প্রথম পরিচয়। প্রথম বন্ধুত্ব।
সবকিছুর যেটা প্রথম, তার প্রতি ভাললাগা, ভালবাসা থাকে অন্যরকম। আপনার ব্লগ পুরোটা পড়তে পারিনি। তবে শুরু করেছি। প্রথম দিকে আপনার লেখা কয়টা কবিতা পরেছি। খুব ভাল লেগেছে। কারাগারে বন্দি থাকায় "কি ভাল লেগেছে" সেটা আর আলাপ করা গেল না।
আমি আর এই সব ব্লগে আসব না। ৭ দিন আগে আমি যখন রেজিস্ট্রেশন করি, তখন জেনেছিলাম আমাকে নিরাপত্তা জনিত কারনে ৭ দিন নজরবন্দি রাখা হবে। ৭ দিন পার হয়ে গিয়েছে গতকাল রাতেই। আমি মুক্তি পাই নাই। রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেছি। লাভ হয় নাই।
ঠিক আছে। ব্লগ থাকুক নিয়ম কানুন নিয়ে, আমি থাকি আমার মত। আমার ফেসবুক আছে। লেখালেখি, শেয়ারিং সেখানেই চলুক।
ইমশনাল হয়ে হাবিজাবি কথা বলে ফেললাম।
যাই হোক। ভাল থাকবেন।
ব্লগে আসলে আপনার প্রোফাইল একবার অবশ্যই দেখে যাব।দোয়া করবেন।
বিদায়।
@ রমাকান্তকামার১১০১১৪৫ : আপনার প্রোফাইল ছবিটা খুব ভাল লেগেছে। কাক সংক্রান্ত আপনার একটা গল্পও পড়লাম। চমৎকার লাগল। তবে আরো ২/১ লাইন লেখা দরকার ছিল।
আমি স্কিৎসোফ্রেনিক রোগী। আমি চাইলে কাকের সাথে কথাও বলতে পারি। আপনি লেখায় কাক জাতিকে খুনি পাখি হিসেবে দেখিয়েছেন। ব্যাপার না। গল্পে এসব লেখাই যায়। তবে একবার একটা কাকের সাথে কথা বলে দেখেন। আপনার ধারণা পাল্টে যাবে।
("রমাকান্তকামার" একটা ভুতের নাম। মজার ব্যাপার হল নামটা উল্টো করে পরলেও একই রকম থাকে।)
প্রোফেসর শঙ্কু,এরিস এঁদের গল্পও পড়লাম। সবাই খুব ভাল লেখে। আপনারা পারলে আমার ভাল লাগা জানিয়ে দেবেন।
ভাল থাকবেন।
বিদায়।
হ্যাপি ব্লগিং!
যারা আমাকে বন্দি করেছিলেন তাদের প্রতিঃ
৭ দিন অনেক অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষার একেকটা প্রহর কত কষ্টে, কত আশায় কেটেছে আপনারা বুঝবেন না। আশা করি, অপেক্ষার প্রহর গোনার এই কষ্ট আপনারাও পাবেন। এই দুঃখের দিনে রঠার একটা কবিতা মনে পড়ছেঃ
"মনে হয় অজস্র মৃত্যুরে
পার হয়ে আসিলাম
আজি নব প্রভাতের শিখর চুড়ায়;
রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়
আমার পুরানো নাম।
ফিরিবার পথ নাহি;
দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু বিদায়।"
২| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫২
খেয়া ঘাট বলেছেন: রিপিট হয়ে গেছে কয়েকবার, সাইট ফ্রিজ হয়ে গিয়েছিলো। সেজন্য। এক্সট্রা কমেন্ট মুছে দিয়েন।
MFBL
৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারলাম না।পারি ও না কখনো।
গগন হরকরার একটা গান পেয়েছি। পড়ে দেখেন। ভাল লাগবে।
একদম বুকের ভেতর থেকে লেখা।
নেটে সার্চ দিয়ে দেখেন। গানটা সম্পর্কে মজার একটা তথ্য পাবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫০
খেয়া ঘাট বলেছেন: অনুগ্রহ করে কি কর্তৃপক্ষকে একটা মেইল দিতে পারেন।
আশাকরি উনারা সদয় হবেন।
এতো দুঃখ নিয়ে লিখেছেন। খুব খারাপ লাগছে। খুব।