| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাভিদ কায়সার রায়ান
	তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
এইখানে এই হৃদয় অলিন্দে এক ঘুণপোকা বাস করে
একা অগোচরে বহুদিন ধরে
অপেক্ষা রত।
ওদিকে – কত শত গোপন পাপের মতো,
ব্যথা নিয়ে জেগে আছে
এক জোছনাকুমারী, হয়তো ঘুণে ধরার অপেক্ষায়!
আশ্চর্য হবার কিছু নেই, সম্ভবত সে এটাই চায় –
কেউ তাকে কুরেকুরে খাক!
ভালো না বাসুক
অর্থহীন সমুদ্র থেকে দু’ফোটা অশ্রু নিয়ে যাক।
কারণ ভালোবাসা এতো সহজ নয়
বিসর্জনের মন্ত্র জানা থাকা লাগে,
অপেক্ষার নিহিলা বিষে নয়
চিতার আগুনে পুড়ে মরা লাগে।
তবে তাই হোক
আমি আততায়ী হবো
আমি রঞ্জিত হবো লালে- 
কৃষ্ণচূড়ার আবিরে নয়
এবার ফাগুণ আসবে আমার খুনে
ভালোবাসার গল্প বুনবে এক খুনে ঘুণপোকা
ভীষণ আগুনে।
এইখানে এক ঘুণপোকা আছে
একা অগোচরে।
 
০২ রা জুলাই, ২০১৪  দুপুর ২:১৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
ঘুণ কি দীর্ঘ ঊ?
২| 
০২ রা জুলাই, ২০১৪  বিকাল ৪:০৮
মামুন রশিদ বলেছেন: ব্যাকরণ অনুযায়ী ঘুণ হ্রস্ব উ'কার হবে । ধন্যবাদ নাভিদ ।
 
০২ রা জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ওহ! কনফিউজড হয়ে গেছিলাম
৩| 
০২ রা জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:৩১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। নিহিলা বিষ শব্দটা বেশ। এটা কীরকম বিষ?
 
০২ রা জুলাই, ২০১৪  রাত ৮:১০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: নিহিলা বলে কোন বিষ নেই হাসান ভাই। এটি একটি কাল্পনিক বিষ। তবে এর ডেফিনেশন আছেঃ- 
এর রঙ স্বচ্ছ নীল। অত্যান্ত বিষাক্ত। অন্যান্য বিষ কাজ করে মানুষের শরীরে, কিন্তু নিহিলা বিষ আক্রান্ত করে মানুষের মনকে। এটা মানুষের মনকে এমন এক বিভ্রান্তিতে ফেলে যেখান থেকে সে কখনই বের হয়ে আসতে পারে না। নিহিলা বিষে আক্রান্ত মানুষ প্রায়শই আত্মহত্যা প্রবণ হয়। 
৪| 
০৩ রা জুলাই, ২০১৪  বিকাল ৪:৪৬
শুঁটকি মাছ বলেছেন: দারুন তো!!!!!
 
০৩ রা জুলাই, ২০১৪  রাত ১১:৩০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: :-)
৫| 
০৩ রা জুলাই, ২০১৪  বিকাল ৫:১১
ডার্ক  ম্যান বলেছেন: আপনাকে অনেকদিন পর খুঁজে পাইলাম। 
কবিতাটা ভালোই হয়েছে। ইস্টিশনে অনিয়মিত কেন?
 
০৩ রা জুলাই, ২০১৪  রাত ১১:৩৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ইস্টিশনে যাই, নতুন কিছু লেখা হয়নি বলে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু আলসেমি আর ফাঁকিবাজির মধ্যে দিন পার হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪  দুপুর ১:৫৬
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে খুনে ঘূণপোকার কবিতা ।