![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
এক প্রাচীন স্তব্ধতায় অচেতন হয়ে আছে বিশ্ব চরাচর -
এ এক আশ্চর্য অগ্রন্থিত নৈঃশব্দ্য,
এক অনাস্বাদিত বিস্ময়, এক নিষিদ্ধ কৌতূহল!
অন্যদিকে যাকে আমরা বেঁচে থাকা বলি
মৃত্যুর শীতলতা সেখানেই – বিবর্ণ এবং নিষ্প্রাণ
চোরাবালিতে ডুবতে থাকা ছায়া যেন
মৃত - যদিও কেউ তা জানে না।
এসবই যেন এক গহীনের অনুভূতি
নিজেকেই অতলান্তিকে খুঁজে পাওয়ার সুখস্মৃতি,
খানিকটা বিবর্তিত
মুগ্ধ শহরের নিয়ন বাতির বিভ্রমে কাটানো
অলীক কোন কল্পনার মতো।
মনে হয় যেন তোমার হাত ধরে মৃত্যুর মাঝে বেঁচে আছি!
এই-ই বা কম কি?
মরীচিকায় কানামাছি - বেঁচে আছি, সুখে আছি।
তোমার খুব কাছাকাছি!
আহ! বড় অদ্ভুত এই ভালোবাসা বাসি!
==============================================
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
৩) মুর্খের আত্মপোলব্ধি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০২
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা । প্লাস +
শুভ রাত্রি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ অপূর্ব ভ্রাতা
শুভ রাত্রি
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
অন্ধবিন্দু বলেছেন:
হুম ! অদ্ভুত অচেতনতা ...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: আসলে ঠিক অদ্ভুত না।
আমরা যে আসলে ভালো আছি সেটা বেশীরভাগ সময় আমরা বুঝি না। ভালোবাসার সঠিক উপলব্ধিই আমাদের জাগিয়ে তুলতে পারে।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বপ্নবিভ্রম পক্তিমালায় ভাল লাগা ৷
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মরীচিকায় কানামাছি ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: অনেক ধন্যবাদ!
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯
দুখাই রাজ বলেছেন: খুব ভালো লাগলো কবি । শুভ সকাল ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: "কবি"! অনেক খুশী হলাম দুখাই ভাই! সকালটা আসলেই শুভ হয়ে গেল।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
মামুন রশিদ বলেছেন: শব্দের জোড়লাগা বিভ্রম। মুগ্ধপাঠ!
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: কি যে হয়েছে মামুন ভাই বুঝি না। আমি তো কবিতা লিখতে পারি না। আপনাদের এইসব মন ভালো করে দেয়া মন্তব্য পড়েই কিনা জানি না - দেখেন কতগুলো কবিতা লিখে ফেললাম।
কি যে হবে আল্লাহই জানেন।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
কলমের কালি শেষ বলেছেন: হুম মরীচিকায় কানামাছি ।
কবিতা পাঠে ভাল লাগল ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ ভাই!
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: হোক না মরিচীকা। তবুও থাকুক ভালোবাসাবাসি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: হোক না মরিচীকা
তবুও থাকুক ভালোবাসাবাসি।
অন্তরীক্ষে আলো জ্বালিয়ে
ভুলে যাবো সব ব্যাথা
ভুলে যাবো ভুলে যাওয়া সব কথা
ভালোবেসে একদিন তোমার কাছে ফিরে যাবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: মরীচিকায় কানামাছি - বেঁচে আছি, সুখে আছি।
তোমার খুব কাছাকাছি!
আহ! বড় অদ্ভুত এই ভালোবাসা বাসি!
সুন্দর !!