![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
জানো? তোমার আর আমার এই অসীম দূরত্বের মাঝে – হঠাৎ-ই
মনের মধ্যে কখনও এক আলোকচ্ছটা খেলা করে যায়।
এই আলো -
সে এখনও আমার দেহের গন্ডি ছেড়ে
ছড়িয়ে পড়েনি এই মহাবিশ্বে।
যদিও সেই আলোতে-
আমি অদ্ভুত সব স্বপ্ন দেখতে পাই।
দেখতে পাই এক মহান উজ্জ্বলতা।
সেই জ্যোতি সবার কাছ থেকে ধেয়ে আসে আমার দিকে।
আমি একাত্ম হয়ে যাই।
আমার তখন বড় ভালো লাগে।
এখনে কি এখন দিন?
নাকি রাত?
বোঝা যায় না।
এখানে অন্ধকার নাই অথবা আলোর বর্ণিল ছটা – বরং ভোর;
অন্ধকার গহ্বরের দ্বারপ্রান্তে যেন দাঁড়িয়ে আছি।
আর এই অসীম দূরত্বের মাঝে ছড়িয়ে আছে গোধূলির অনিশ্চয়তা।
সন্ধ্যার নামার সাথে সাথে সকল সান্ত্বনা ফিরে ফিরে আসে।
আমার দৃষ্ট ক্ষীণ হয়ে আসে এই জমাট ছায়াতলে।
আমার তখন বড় ভালো লাগে।
এই জমাট বাঁধা অন্ধকারে।
আচ্ছা, তুমি অন্ধকার বোঝো তো?
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
৩) মুর্খের আত্মপোলব্ধি
৪)মরীচিকায় কানামাছি
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি
০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: যাক! একজনের অন্তত ভালো লেগেছে! ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ ভাই!
২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬
হাসান মাহবুব বলেছেন: ++
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
ধন্যবাদ হাসান মাহবুব ভাই!!
৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: +++++
শুভকামনা কবি নাভিদ
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: কবি???? যাই হোক ধন্যবাদ ভাই! খুব খুশী হলাম উৎসাহব্যাঞ্জক মন্তব্য পেয়ে।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৮
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!
২১ শে মে, ২০১৫ সকাল ১১:১১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ক্ষমাপ্রার্থী। একে তো এপ্রিল মাসের মন্তব্য, তার উপর নববর্ষের শুভেচ্ছা মিস করেছি! হায় হায়! আমি তো শেষ!!!
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
মো: আশিকুজ্জামান বলেছেন: আপনার কবিতার আলাদা ধরনের ছন্দ আছে। ভালো লাগে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: এইসব মন্তব্য পড়তে যে আমার কি ভালো লাগে! ধন্যবাদ মোঃ আশিকুজ্জামান ভাই!
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:১০
এম এম করিম বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো।
+++