| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাভিদ কায়সার রায়ান
	তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
একদিন আমাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না,
ফোন ভেসে যাবে অজস্র কলে –
নানা রকম আলোচনা হবে-
“ছেলেটা বোধহয় মাদকাসক্ত ছিল – 
গাঁজাটাজা খেত বোধহয়!”
“হুমম, কথাবার্তাও কেমন যেন এলোমেলো ঠেকতো
বুঝতাম না সবসময়।”
তাহলে?
তাহলে কি সে কবি ছিল?
নিদ্রাহীন চোখে যে স্বপ্ন ছড়াতো চারপাশে?
এসব ফালতু গসিপ পাশ কাটিয়ে
আমি তখন চাঁদের পাহাড়ে হামাগুড়ি দিয়ে
গায়ে মাখাবো রুপালী ধুলো।
আমার পরম সৌভাগ্য
চাঁদে এখনও তোমাদের নেটওয়ার্ক পৌঁছায়নি।
সেক্ষেত্রে ঝর্নার পাশে আমাকে একাই পা ভেজাতে হবে
এছাড়া আর উপায় কি!
ওখানে আপন করে কাউকে আমি নিয়ে যেতে পারিনি
এ ব্যর্থতা তো আমারই! (তাই না?)
হয়তো মন থেকে চাইনি বলেই
গভীর রাতে নীল সমুদ্রে যখন জ্যোৎস্না নামে
তখন আমি একাই মাঝ দরিয়ায় নৌকাডুবির খবর পাই
একা একা বহুদিন সেই অসহ্য হাহাকার 
বুকে ধারণ করে করে আমি বদলে গেছি।
তোমাদের চেনা গলিতে তাই আমাকে 
আর খুঁজে পাওয়া যাবে না।
সুখের যে সাগরে আমি বাঁধ দিয়েছিলাম প্রাণপণ চেষ্টায়-
সেই বাঁধের গোঁড়ায় বোমা বেঁধে আমি আজ পালিয়ে এসেছি,
অনেক খোঁজাখুঁজি করেও তাই
ওখানে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না।
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ  
২) আমার আজ আর ফেরা হবে না  
৩) মুর্খের আত্মপোলব্ধি  
৪)মরীচিকায় কানামাছি  
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি  
৬) প্রায় অজানা সুদূর অতীতে
 
১৯ শে মে, ২০১৫  রাত ৮:৩৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: আমার এক বন্ধুর জন্য এটা লিখেছি হাসান মাহবুব ভাই। ছেলেটা হঠাৎ করেই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। বন্ধুর জন্য দোয়া করবেন।
২| 
২০ শে মে, ২০১৫  রাত ১০:০১
মাহফুজ তানিম বলেছেন: এই কবিতার প্রথম দশ লাইন নিয়ে কয়েক মিনিটের একটা শর্ট ফিল্ম বানাতে চাই। ফিল্মের শেষাংশে কবির নাম উল্লেখ থাকবে। যদি রাজি থাকেন তাহলে ইমেইল করবেন।
(আমি একজন শখের ফটোগ্রাফার এটাই আমার প্রথম ফিল্ম হবে)
 
২০ শে মে, ২০১৫  রাত ১০:৩৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: আপনি শখের ফটোগ্রাফার আর আমি লিখি। আমার লেখার মাধ্যমে আপনার উপকার হলে না করার প্রশ্ন আসে না।
৩| 
২০ শে মে, ২০১৫  রাত ১০:১৮
মাহফুজ তানিম বলেছেন: একটা শর্ট আর্ট ফিল্মের জন্য এরকম কিছুই খুঁজছিলাম।
৪| 
২০ শে মে, ২০১৫  রাত ১০:৫৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন:  
 
৫| 
২০ শে মে, ২০১৫  রাত ১১:৫৩
মাহফুজ তানিম বলেছেন: ধন্যবাদ। ব্লগে মেসেজ দিতে হয় কিভাবে জানিনা। আপনার ইমেইল আইডি দিন।
 
২১ শে মে, ২০১৫  সকাল ১১:০৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ব্লগে ম্যাসেজ কিভাবে দিতে হয়, আমিও জানি না। আমার ইমেইল [email protected]
৬| 
২১ শে মে, ২০১৫  সকাল ১১:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল । ভাল থাকুন ।
 
২১ শে মে, ২০১৫  রাত ৯:৩৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভালো আছি, ভালো থাকবেন।
৭| 
২৬ শে মে, ২০১৫  রাত ১:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার!
এসব ফালতু গসিপ পাশ কাটিয়ে
আমি তখন চাঁদের পাহাড়ে হামাগুড়ি দিয়ে
গায়ে মাখাবো রুপালী ধুলো।
=================
সুখের যে সাগরে আমি বাঁধ দিয়েছিলাম প্রাণপণ চেষ্টায়-
সেই বাঁধের গোঁড়ায় বোমা বেঁধে আমি আজ পালিয়ে এসেছি,
অনেক খোঁজাখুঁজি করেও তাই
ওখানে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না।
চমৎকার সব কাব্যকথায় গড়া এক অনবদ্য কবিতা। 
শুভকামনা রইল।
 
২৬ শে মে, ২০১৫  রাত ৮:২৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: যাক, কবিতা হইছে তাহলে! সাহস পাইলাম।
৮| 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:১৬
মো: আশিকুজ্জামান বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাললাগল।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:৩৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ ভাইজান!
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫  সন্ধ্যা  ৬:৩০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।