![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
হে রুদ্র ভৈরবী
বোঝো-নাতো এমন কেন করি!
অন্তরেতে কাল ভুজঙ্গ
একই দেহে আহা! কত রঙ্গ!
নিজেকে অনলে সঁপেছি গো শর্বরী,
সমুখে দেখো কে যায়,
বল – “আমি শ্মশান মাতারি!
চিতার হোমানলে হবে খেমটা নেত্য
দেখবি নাকি? কাছে আয়!
চোখের ঠুলি খুলে যাবে ব্যাটা আর্যভট্ট!”
আগুনে ঝলসিবে দেহ মাংস
সুরাসুরে কাড়িয়া খাইবে
রক্ত – সারাংশ,
শুধু তোর লাগি মনসিজ
আমি রাখিয়াছি এ তোরঙ্গ
যাহার ভেতর আছে এক কাল ভুজঙ্গ
আহা! একই অঙ্গে দ্যাখো কত রঙ্গ!
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
৩) মুর্খের আত্মপোলব্ধি
৪)মরীচিকায় কানামাছি
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি
৬) প্রায় অজানা সুদূর অতীতে
৭) বাস করছি আপন অমাবস্যায়
২৬ শে মে, ২০১৫ রাত ১০:১২
নাভিদ কায়সার রায়ান বলেছেন: মন্তব্য পড়ে ভাল লাগল
২| ২৬ শে মে, ২০১৫ রাত ৯:৩৩
সুমন কর বলেছেন: ১ম প্লাস। সুন্দর।
২৬ শে মে, ২০১৫ রাত ১০:১৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন: তাহলে কি আমাকে কবি বলা যাবে?
৩| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:১৬
তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগলো।শুভকামনা ।
২৬ শে মে, ২০১৫ রাত ১১:৩৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৩৮
জেন রসি বলেছেন: চমৎকার।
২৬ শে মে, ২০১৫ রাত ১১:৩৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ
৫| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই!
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ