| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাভিদ কায়সার রায়ান
	তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
 
বহুবার হারিয়েছে সে, আজও গেল -
বুকের ভেতর বেদনা ছিল, অশ্রু টলোমলো
বেদনার ঋণ – প্রধান – প্রাচীন
শোধ কি করেছে, কোন কবি - কোনোদিন?
একা নির্জনে বসে, কি করে সে?
বেদনারা বুঝি ও পথেই আসে?
মনের গহীনে নিঝুম আঁধার
এসবই তার, একান্ত - হাহাকার!
অন্ধ চোখে নিত্য সুখে, তবু সে যায় -
কবিতার খাতায় শব্দ খুঁজে
চোখের পাতায় পাথর গুঁজে
জ্বালে আলো, করুণা সাজায়।
সবাই গেছে, আজ সেও গেল -
বুকে তার বেদনা বহু, অশ্রু টলোমলো।
মনে তোমার অজস্র কথা –
চাওয়া পাওয়ার দুঃখ ব্যাথা
বলে ফেল, সব বলে ফেল
পঙ্কিল স্রোতে করে নাও স্নান
আমি আর তুমি ওই সমুদ্র সমান
যাচ্ছি আমি, যাবে? চল...
একাকী আমি বড় এলোমেলো -
বুকে আমার বেদনা জমেছে, অশ্রু টলোমলো।
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ  
২) আমার আজ আর ফেরা হবে না  
৩) মুর্খের আত্মপোলব্ধি  
৪)মরীচিকায় কানামাছি  
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি  
৬) প্রায় অজানা সুদূর অতীতে 
৭) বাস করছি আপন অমাবস্যায়
৮) শ্মশানযাত্রী
৮) ওরা জেগে থাকে
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৪৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
২| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: নাভিদ কায়সার রায়ান   , 
কবিতাটি লেগেছে ভালো
বেশ অশ্রু টলোমলো ।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৫০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৩| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৫৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । ++
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৫৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৪| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৫৪
এস কাজী বলেছেন: সুন্দর লেগেছে।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:৫৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৫| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:১২
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ
৬| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  ভোর ৫:১৪
কবীর বলেছেন: ভাল লাগলো।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৩৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ!
৭| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:১০
মো: আশিকুজ্জামান বলেছেন: ভাললাগা রেখে গেলাম।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৪০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভালোলাগা জেনে নিলাম
৮| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২৯
শায়মা বলেছেন: সবাই যায়...
চলে যায় .......
এ জীবনে সবই যে হারায় ......