| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাভিদ কায়সার রায়ান
	তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?

বৃষ্টি পড়ে বৃষ্টি!
দ্যাখো, তুমুল বর্ষায় ভিজে যাচ্ছে এক গলির কুত্তা -
মেলে নাই আশ্রয় কোন উঠানে, এই অপূর্ব সন্ধ্যায়,
ওই দ্যাখো! কারা ভিজে চলেছে একাকী রাস্তায়
হয়তো মনে নাই - সাথে নিতে রেনকোট, ছেঁড়া ছাতা
ওদের চোখে কি জল? - কি জানি!
নিহত - অচল ক্রন্দনধ্বনি - তবে কি শুধু আমিই শুনি?
আমি কি ওদেরই একজন?
মুখ ও মুখোশ ধুয়ে নিয়ে যায় এক প্রবল বর্ষণ
ছুঁয়ে দ্যাখো, আমি খুব নগ্ন এখন, 
চেখে দ্যাখো আমার গলিত স্বত্বা
ভেজা বর্ষায় আমি আজ ওই গলির কুত্তা।
বৃষ্টি পড়ে বৃষ্টি!
দ্যাখো, ড্রেনগুলো উপচে পড়ছে, রাস্তায় হাঁটু জল।
খোলা ম্যান হোল – কারা যেন ডাকছে!
বৃষ্টি পড়ে বৃষ্টি!!
ওই দ্যাখো ঝকঝকে হলুদ লোকাল বাস - নয় নম্বর
বৃষ্টিতে ভিজে যাত্রী খুঁজে চলেছে এক বৃদ্ধ কন্ডাকটর
এসো, চশামবিহীন জানালার পাশে সিট নেবো
উড়ন্ত মিহি বৃষ্টিবিন্দু, অঙ্গ ভিজিয়ে নেবো।
বৃষ্টি পড়ে বৃষ্টি!!
অফিস যাবে! - হ্যাঁ, যাবো।
আমি কেন মন ভাসবো
আমি তো কাগজের নৌকা,
জানি - কিছুদূর গিয়েই উল্টাবো
সামান্য কিছু টাকা -ধূলা বালি মাখা -তারই জন্য বেঁচে থাকা, 
বৃষ্টি মাথায় তবু অফিস যাবো।
বৃষ্টি পড়ে বৃষ্টি!
তোমরা বৃষ্টি দ্যাখো,
তোমরাই উদাসীন হও।
আমি তোমাদের দেখি।
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ  
২) আমার আজ আর ফেরা হবে না  
৩) মুর্খের আত্মপোলব্ধি  
৪)মরীচিকায় কানামাছি  
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি  
৬) প্রায় অজানা সুদূর অতীতে 
৭) বাস করছি আপন অমাবস্যায়
৮) শ্মশানযাত্রী 
৯) ওরা জেগে থাকে
১০) বেদনার ঋণ
১১) দ্বিতীয় পর্ব
১২) অব্যক্ত কিছুই ছিল না
 
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৫৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
২| 
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৫৫
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে।শুভেচ্ছা। ![]()
 
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৫৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ ![]()
৩| 
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৯:২৯
 আমিনুর রহমান বলেছেন: 
বৃষ্টি কাব্যে +
 
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৯:৪১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৪| 
১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:২৪
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !  
শুধু পোস্ট দিলে হবে !!!  ব্লগে একটু সময় দিতে হবে !! হাহাহাহা
 
১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১:১৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: সুমন ভাই, দুঃখজনক হলেও সত্যি, ব্লগে সময় দেয়ার মত সময় আসলেই আমার নাই। সপ্তাহে আমি একদিন ছুটি পাই। সরকারি ছুটি পাই না। নিজের জন্য যেটুকু সময় পাই তা সারা সপ্তাহে বেছে রাখা সিনেমা দেখে বা বই পড়ে কাটাই। তাই বলে যে কারও ব্লগে যাই না বা কারো লেখা পড়ি না তা না। বেশিরভাগ সময় মোবাইল থেকেই ব্রাউজ করি বলে বারবার লগ ইন করতে হয়। আমার এতো ধৈর্য্য নাই। আপনাদের মাঝে মাঝে পাই এটাই অনেক বেশি।
৫| 
১৯ শে অক্টোবর, ২০১৫  সকাল ৯:২৪
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ লেখনশৈলী। বেশ ভাল হয়েছে। চলুক।
 
১৯ শে অক্টোবর, ২০১৫  সকাল ১০:৩৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৬| 
১৯ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:০৮
নেক্সাস বলেছেন: বেশ ভাল লাগা নিয়ে পড়লাম
 
১৯ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:১৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
কবিতাটা যদিও খুব মেজাজ খারাপ অবস্থায় লেখা শুরু করেছিলাম।!
৭| 
১৯ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:১১
মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।
 
১৯ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:১৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: আরে সর্বনাশ! এইটা কে???? মামুন ভাই! আপনি তো হাওয়া হয়ে গেলেন! কোথায় আছেন? কি করেন? কি হল হঠাৎ? ব্লগে আসেন না ক্যান?
৮| 
১৯ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন । ![]()
 
১৯ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৯| 
১৯ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। তবে কবিতাটার মাধুর্যের মধ্যে কুত্তা শব্দটা এসে ছন্দ ভেঙে দিয়ে গেছে।
 
১৯ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: হাসান মাহবুব ভাই, কুত্তা শব্দটা এনেছিই ছন্দটা ভাংতে। বৃষ্টি দেখে আমার যে ভালো লাগছে না সেটা বোঝানোর চেষ্টা।
১০| 
১৯ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ ব্যঞ্জনাময় উপস্থাপনা!
অনবদ্য এবং অনন্য হয়েছে কবি!
এখানে আমি একেবারেই নতুন।
আমার পাতাতেও আসবেন আশা করি।
 
১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:০৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ব্লগ এমন একটা জায়গা, এখানে সবাই নুতন, সবাই প্রাচীন। আপনাকে অনুসরণে নিলাম। কথা হবে তো অবশ্যই!
১১| 
২১ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
 
২২ শে অক্টোবর, ২০১৫  রাত ১:০০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
১২| 
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চেখে দ্যাখো আমার গলিত স্বত্বা
ভেজা বর্ষায় আমি আজ ওই গলির কুত্তা। ![]()
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। তবে কবিতাটার মাধুর্যের মধ্যে কুত্তা শব্দটা এসে ছন্দ ভেঙে দিয়ে গেছে। সহমত। যদিও বোঝা যাচ্ছে যে রূপক অর্থে গলির কুত্তা শব্দটা ব্যবহার করেছেন তার বিকল্প শব্দ মেলা কঠিন। ![]()
 
২৩ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৪৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
১৩| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:০৭
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৪৩
কিরমানী লিটন বলেছেন: চমৎকার বৃষ্টির কাব্য - নান্দনিক ভালোলাগা!!!
অনন্ত শুভকামনা রইলো...