নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

যেখানে পরিবর্তন শুধুই কল্পনা!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

কয়েকদিন আগেই বলেছিলাম, ফেলানী কে নিয়ে আমাদের যত গরম যত আক্রোশ টা দুই দিনের মধ্যই থেমে যাবে।তারপর যা হওয়ার তাই।এটা অবশ্য আমাদের একটা সহজাত বৈশিষ্ট্য।বিচারের রায়ের পর অনেক ইভেন্ট দেখলাম ভারতের পন্য বর্জন করব,ভারতের সিম বর্জন করব,ভারতের সিনেমা,নাটক,গান বর্জন করব।“হেন করব তেন করব,রাজার বেটিক বিয়া করব”- টাইপের অনেক কিছু।জানি না টা কতটুকু সম্ভব হয়েছে।



যাই হোক, গত সোমবার সন্ধ্যায় প্রথমে EFC এবং পরে “ক্যফে ক্যন্টনে” গেলাম খেতে।সাধারনত ওখানে গেলে ১-২ ঘন্টার বেশি সময়ই থাকা হয়।সেদিন ও ২ জায়গা মিলে প্রায় দুই-আড়াই ঘন্টা ছিলাম।সেখানে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করার মত ছিল!!তা হল এই সময় টুকুর মধ্য ২ টা ক্যাফের একটি তেও কোন বাংলা গানের লাইন শুনেছি বলে মনে হয় না!!অন্য সময়ে অন্তত অর্ধেক সময় বাংলা গান শুনলে ও এবার ফেলানী হত্যা মামলার রায়ের প্রতিবাদে কোন বাংলা গানের লাইন কানে পড়ে নি!!



যেদিন রায় দেওয়া হল পরদিন ফ্রেন্ড লিষ্টের এক ফ্রেন্ড স্ট্যাটাস দিয়েছে।রায়ের প্রতিবাদে তাদের ওখানে কোন এক রেষ্টুরেন্ট ভারতীয় (গান সহ) সবকিছু বন্ধ রাখার সীদ্ধান্ত নিয়েছে।খবর টা শুনে বেশ ভালই লেগেছিল এবং তার সচিত্র প্রমান পেলাম নিজেই!!আসলে আমরা জাতিতে বাঙালি।আমরা মুখে যতই খই ফোটাই না কেন ওদের এটা বর্জন করব,ওদের ওটা বর্জন করব তা কখনই হবে না। বাঙালি।পরিবর্তনটুকু আমাদের মুখেরই শুধু।যেদিন আমরা মনের পরিবর্তন ঘটাতে পারব সেদিন দরকার হবে না ইভেন্টের,সেদিন দরকার হবে না গলা বাজির।সেদিন ইভেন্ট নিজেই আমাদের অনুসরন করে বদলে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.