নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

এক রেশমা - এক বিশ্বজিত এবং এক আমরা-

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

রানা প্লাজা, তাজরীন,নিমতলী অগ্নিকান্ড সহ বিভিন্ন কারখানায় আহত ও নিহত হাজার হাজার মানুষের পরিবারের কথা ভুলে যাচ্ছি এক রেশমার ৪০ হাজার টাকার চাকরীর আর অলৌকিক উদ্ধার নাটকের বিনিময়ে!আর মিডিয়া ও আমাদের কে ভুলিয়ে রেখেছে শুধু একটা ঘটনা দিয়ে,আর বাকি ৩৫০০ + নিহত এবং আহতদের কথা আমাদের কাছে এখন শুধুই একটা ডায়েরীর পুরনো পাতা!!



এক বিশ্বজিত যেমন আমাদেরকে সহিষ্ণতায় নিহত শত শত নীরিহদের কথা ভুলিয়ে রেখেছে,তেমনি এক রেশমা আমাদের কে ভুলিয়ে রেখেছে শত শত নিহত শ্রমিকের বুকের রক্ত আর তাজা প্রানের কথা।ব্যপারটা হল ‘ ১০০ জন মানুষের থাকার শেষ সম্বল (ভিটে মাটি ) কেড়ে নিয়ে তাদের মাঝে একজন কে গুলশান বা বনানী তে একটা ফ্ল্যাট কিনে দেওয়ার মত!!’



অবশ্য এর একটা পজেটিভ দিক ও আছে।তাহল বিদেশী বা সাধারন মানুষ গুলশানের সেই ফ্ল্যাট নিয়েই ব্যস্ত থাকতে থাকতে সেই ভিটে মাটি হারানো ৯৯ জনের কথা মনে রাখবে না।এতে করে রাষ্ট্রের সুনাম ও নষ্ট হবে না!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.