নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

"রেসপেক্ট"

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ঘটনাঃ১ সেদিন খুলনা শহরের একটা মোড়ে দাঁড়িয়ে আছি।দেখি ফায়ার সার্ভিসের ২ গাড়ি জ্যমে আটকে আছে আর বার বার হুইসেল দিয়েই যাচ্ছে।একটা ব্যপার খেয়াল করলাম কর্মীরা রাস্তায় নেমে সামনের গাড়ির ড্রাইভারদের কে যেভাবে রিকুয়েষ্ট করছিল তাতে মনে হচ্ছিল যেঁ তাদের বড় একটা স্বার্থ এর সাথে জড়িয়ে আছে।একটা ব্যপার খেয়াল করেছেন?? ঘুষ খাওয়া ছাড়া কয়টা সরকারী চাকুরি আছে??জানি মাথায় কিছু আছসে না!!কখন ও কি ভেবে দেখেছেন তাদের বেতন কত?কখন ও কি ভেবে দেখেছেন তাদের ঘুষ খাওয়ার ওয়ে টা কোথায়??ভেবেছেন তাদের সামাজিক মর্যাদা কোথায়??



ঘটনাঃ২ ছোট বেলায় যখন ক্লাশ ৫-৬ এ পড়তাম তখন আমার সাথে একটা ছেলে (আজিজ) পড়ত যার বাবা ছিল ফায়ার সার্ভিসের কর্মী।আমরা সারাদিন ওকে ক্ষেপাতাম,খেলার মাঠে “ফায়ার ফায়ার” বলে ক্ষেপাতাম।আশ্চর্য ব্যপার হলো, সে কোনদিন এর প্রতিবাদ করে নি কিংবা কোন পালটা ঊত্তর ও করে নি। তখন আসলে বুঝতাম না,কেন সে চুপ থাকত।হয়তো বা সে ঐ বয়সেই জানত দেশের প্রতি তার বাবার ভূমিকা।



আজ কাল হাজার হাজার আমপাবলিক বা দেশ প্রেমিক রাজনীতীবিধ দেখা যায়।মাঝে মাঝে নিজের দেশপ্রেমিকতাকে প্রকাশ করার জন্য ২-৪ জন আবার পোষ্টার ও ছাপায়, ওমুক দেশপ্রেমিক ভাই এর সালাম নিন,ভোট দিন দেশ প্রেমিক ভাই কে।সত্যি বলতে আসল দেশ প্রেমিকদের পোষ্টারিং দরকার হয় না,আসল দেশ প্রেমিকদের ভোটে দাড়ানোর ও দরকার হয় না।দরকার হয় একটা সুন্দর মানসিকতা আর সামান্য ইচ্ছা শক্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.