নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বলছি--

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আমার ফ্রেন্ডলিষ্টে পলিটেকনিক্যালের অনেক ফ্রেন্ড আছেন।গত ২-৩ দিন থেকেই তাদের স্ট্যাটাস খেয়াল করলাম।কিছু কিছু স্ট্যাটাস ডাইরেক্ট বিএসসি ইঞ্জিনিয়ারদের হিট করে লেখা।তাদের মধ্য কিছু কিছু তুলে ধরছি।



প্রথমেই বলে নেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের সাথে আমাদের কোন বিরোধ বা দ্বন্দ্ব নেই।তাদের দাবি দাওয়া আদায় শুধু মাত্র তাদের কেন্দ্রিক।যতদূর জানি তাদের স্ট্যাটাস কে ২য় শ্রেনী থেকে ৩য় শ্রেনী তে নামানো হয়েছে এবং সেই আগের স্ট্যাটাস টা পূনর্বহালের দাবি তে এই আন্দোলন আর ভাংচুর।



কিছু কিছু স্ট্যাটাসে দেখলাম বিএসসি ইঞ্জিনিয়ারের এর চেয়ে তারা কোন অংশে কম না-বরং বেশি,দেশে তাদের চাহিদা সবচেয়ে বেশি,তারা কাজ না করলে পুরো দেশ অচল হয়ে যাবে।একটা কথা বলি “আপনারা কি জানেন বহির্বিশ্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলা হয় না।"



আপনারা বলেছেন, দেশে আপনাদের চাহিদা সবচেয়ে বেশি।আপনারা উদাহরন টেনেছেন বিদ্যুৎ কেন্দ্র গুলো,সরকারি পৌরসভা গুলো বা দেশীয় বিভিন্ন ওয়ার্কশপ বা হার্ডওয়ার শপ গুলো তে আপনাদের সংখ্যাটা বেশি।মানছি আপনাদের চাহিদা বেশি, কিন্তু কেন জানেন??কারন হল আমাদের দেশের সব কোম্পানি একজন বিএসসি ইঞ্জিনিয়ারের cost এবং তাদের যথাযত মূল্যায়ন করতে পারে না।তাই তারা ও চেষ্টা করে তাদের সাধ্যের মাঝে খরচ টা রাখতে।পরের লাইন টা এমনি তেই বোঝার কথা।



আপনারা বলেছেন, আপনারা শ্রম না দিলে পুরো দেশ অচল হয়ে যাবে।ঘটনা সত্য কিন্তু একটু ভিন্ন ভাবে বলতে হবে,তা হল- আপনারা শ্রম না দিলে হয়তো দেশীয় ইঞ্জিনিয়ার ঘাটতি হবে কিন্তু বিদেশী ট্যাকনিশিয়ান দিয়ে সরকার ঠিকই চালিয়ে নেবে।যদি আপনারা তুলনা করতে যান তাহলে আপনাদের বলব, নিজের পায়ে কুড়াল মারার মত বোকামি ছাড়া আর কিছু হবে না।



যাই হোক, আমি এখানে বিএসসি আর ডিপ্লোমা পার্থক্য বর্ননা করতে লিখি নি।তা লিখার দরকার ও হবে না আশা করি।আপনাদের ঐ টাইপ লেখা দেখেই কিছু কথা বলতে হলো।আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, যৌক্তিক দাবি গুলো সুষ্ঠভাবে তুলে ধরুন।কথা দিচ্ছি, আমরা ও আপনাদের পাশে থাকব। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের জড়ানো,পার্থক্য, তুলনা অথবা থ্রেট করে লিখার কিছু নেই।দেশের প্রতিটা নাগরিক স্ব স্ব কাজের যথাযথ মূল্যায়ন পাক এবং সকলের সন্মিলিত প্রচেষ্টা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক-এটাই সবার প্রত্যাশা।আশা করি আপনাদের যৌক্তিক দাবিগুলো সরকার পূরন করবে।আপনাদের জন্য শুভ কামনা রইল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.