নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

"আমরাই বাংলাদেশ"

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

মাত্র ৯ মাসে স্বাধীন করে ফেলেছি পুরো দেশটা কে, অথচ আজ ৪২ বছরে ও গোছাতে পারি নি দেশকে। একটা সময় হানাদারদের আগুন থেকে মানুষ কে বাচাতে রক্ত দিয়েছি আমরা , আজ আমরাই সে মানুষ গুলোকে পুড়িয়ে মারছি । এক সময় আন্দোলন করেছি মা কে বাচাতে, দেশকে বাচাতে; আজ আমরাই আন্দোলন করছি নিজে বাচতে,নিজের পেট বাচাতে। ক্ষুধা, দরিদ্রতা, ট্রাফিক জ্যাম, বিদ্যুৎ সমস্যা, পানি সমস্যা, গ্যাস সমস্যার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে এগিয়ে যাচ্ছি আমরা । আবার এই আমরাই প্রতি বছর পোষাক, পাট, চা, চামড়া, জাহাজ রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মূদ্রা অর্জন করছি।



হাজার সমস্যার পর ও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। সীদ্ধান্ত এখন আমাদের। কোন দিকে নেব দেশ কে?? সমৃদ্ধি নাকি ধ্বংসের পথে??? এক একটা আপনি, এক একটা আমি মিলেই পুরো এই বাংলাদেশ। -“আমরাই বাংলাদেশ”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.