![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।
যে শিশুটি আজ রাস্তায় দড়িয়ে হরতাল পালন করছে, পিকেটিং করছে, সে জানে না হরতাল কি ,পিকেটিং কি??? সকাল থেকে রাস্তায় নামতে হবে,২-৪ টা গাড়িতে আগুন দিতে হবে, ইট- পাটকেল ছুড়তে হবে। বিনিময়ে বিকেলে ৬০-৭০ টাকা পেয়ে যাব,পেট টা ঠান্ডা হবে।
যে ছেলেটা বাস হেলপারী করে পেট চালায়,সে ও বোঝেনা হরতাল কি। সে বোঝে, আজ গাড়ির চাকা ঘুরবে না। সারাদিন না খেয়ে সময় গুনতে হবে।
যে লোক ২-৪ টা মিল ইন্ড্রাষ্টিজ এর মালিক, সে বোঝে না হরতাল কি। সে বোঝে তার ইমপোর্ট- এক্সপোর্ট বন্ধ। সে হিসেব করে ব্যবস্যায় এতো কোটি টাকা লস।
যে আমার মত সাধারন ছাত্র, সে হিসেব করে না একদিনের হরতালে দেশের কতো টাকা ক্ষতি। সে শুধু বোঝে কাল ক্লাশে যেতে হবে না, বাড়িতে বসে আরামচে অবরোধ নিয়ে ফেসবুক স্ট্যাটাস- ব্লগ লেখা যাবে।
--আমরা কেউ দেশের চিন্তা করি না, কেউ দেশের মানুষ কে নিয়ে ভাবি না। আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবি।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
বাক স্বাধীনতা বলেছেন: মতামত হল এইঃ
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঢোল ঝাঁঝর বাজে।