নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

আমাদের পাকিস্তান প্রেম । ( ফেসবুক চ্যটিং)

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

-- ভাই কেমন আছেন আছেন?

> এইত ভালো।

--ভাই পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্ট করেন কেন??

> কেন কি সমস্যা? ভালো লাগে সাপোর্ট করি।

--১৯৭১ সাল ভুলে গেছেন?

> খেলার মাঝে রাজনীতি আনেন ক্যা?

-- ও আচ্ছা। বুঝলাম।

> রাজনীতি কে তার জায়গায় রাখেন।খেলা কে খেলায় জায়গায়।

-- ভাই পাকিস্তান বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসবে না শুনছেন?

> ওরা নিরাপত্তার জন্য আসবে না।দেশের রাজনৈতিক অবস্থা ভালো না।

-- আপনেই তো বললেন খেলার মধ্যে রাজনীতি না আনতে। কিন্তু আপনে যে ......

> আপনে বেশি কথা বলেন।

-- ভাই পিসিবি কি বলেছে জানেন??

> কি?

-- বাংলাদেশে বিশ্বকাপের জন্য যদি আইসিসি ভোট করে তাহলে তারা না ভোট দেবে।

> ভাই এটা ওরা নিরাপত্তার জন্য বলেছে। খামখা পিসিবি কে খারাপ বলবেন না।

-- বাংলাদেশে বিশ্বকাপ না হলে কতো টাকা ক্ষতি হবে জানেন???

> আপনে না বেশি কথা বলেন।

-- ও তাই??

> আর পাকিস্তান একটা মুসলমান রাষ্ট্র। ওদের খেলোয়াররা মাঠে ও নামাজ আদায় করে। তাহলে সাপোর্ট করতে দোষ কি??

--ভাই খেলার মাঝে ধর্ম আনেন কেন??

> আপনে নাস্তিক।

-- পাকিস্থান সাপোর্ট না করলেই নাস্তিক?? আপনে কি শিবির নাকি?

> কেন?

-- জামাত শিবির সাপোর্ট না করলে ট্যাগ খাওয়া লাগে নাস্তিক এর তো তাই বলছিলাম যে পাকিস্থান সাপোর্ট না করলে আবার নাস্তিক হয়ে যায় কিনা??

> আপনে না একটা প্যচের লোক। আপনার সাথে কথা বলাটাই বৃথা।



{ কিছুক্ষন পর দেখি তার প্রোফাইল নাম নীলের পরিবর্তে কালো কালার ;) }





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

বাঁশ আর বাঁশ বলেছেন: +++++++

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

HHH বলেছেন: সহমত। ঠিক একইভাবে আম্লীগ সাপোর্ট না করলে হয়ে যায় ছাগু। শিবির না করেও যদি আপনি যৌনজাগনের বিপক্ষে বলেন তাহলেও হয়ে যাবেন ছাগু, রাজাকার।

যেখানে নিজের দেশ ক্রিকেট খেলে সেখানে পাকিস্তান বা ভারত সমর্থন করার কোন যুক্তি কি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের থাকতে পারে?
রাজনৈতিক কারণে যদি দল সমর্থন বাদ দিতে হয় তাহলে ভারত-পাকি-ইংল্যান্ড ৩ টাকেই বাদ দেওয়া উচিৎ।
সময় এসেছে ভারত আর পাকি ক্রিকেট দলকে ছাড়িয়ে বাংলাদেশের উপরে উঠে যাবার। তাই অন্ধের মত মুসলিম বলে পাকিস্তান, আর শিলা কি জাওয়ানি অথবা শাহরুখ খানের জন্য ভারতীয় ক্রিকেটদল কে সমর্থনের করার কোন কারণ দেখি না। ওদেরকে ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

রাখালছেলে বলেছেন: আজকে বেজায় মন খারাপ । সবাই পাকিদের না আসায় কষ্ট পাচ্ছে । কিন্তু তারা তো বিপিএলে আসে না্ই । পাকিদের বীর্যে এখনও কিছু মানুষ পুষ্ট । তারা পাকিদের ভুলতে পারছে না । তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া হউক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.