![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।
শীতকাল এর আগমন ঘটিলেই এক ধরনের বান্দার আবির্ভাব ঘটিয়া থাকে, যাহারা সারাদিন রাত কম্বলের নিচে কুট কুট করিতে স্বাচ্ছন্দবোধ করিয়া থাকে।... দিবালোক তাদাদের এক প্রকার দুশমন!... দিবালোকে তাহাদের আলাপের ব্যাঘাত ঘটে বলিয়া সারাদিন কম্বলের নিচে নিজেকে লুকাইয়া রাখিতে ইহারা পছন্দ করিয়া থাকেন, যেন পৃথিবীতে সৃষ্টিকর্তা দিন ১২ ঘন্টা না করিয়া ২৪ ঘন্টা রাত করিলেই জান্নাতের সুখ দান করিতেন ... ইহাদের কম্বলের তলে থাকার উদ্দেশ্য নিজেদের শরীর উত্তপ্ত করা না, সঙ্গিনীর শরীর কে উত্তপ্ত করা।... এই ঋতু তে ইহারা কম্বলের সহিত নিজেকে এতটাই মানিয়া লয় যে, গ্রীষ্মের খড়োতাপে ও নিজেদের কম্বলের নিচে লুকিয়া রাখিতে সমস্যা হয় না...
---
গত শীতের রাতে ঘুমাচ্ছি হটাত দেখি বন্ধু কম্বলের ভেতর থেকে বের হয়ে গেঞ্জি খুলে খালি গায়ে হল... তারপর মোটা ট্রাউজার খুলে হাফ প্যান্ট পড়ে ঠান্ডায় কাপাকাপি করা শুরু করল... আমি বললাম, কি হয়েছে ? এই ঠান্ডার সময় হটাত কম্বল থেকে বাইর হইয়া খালি গায়ে কাপতাছস ক্যা?...
--“এতক্ষন কথা কইয়া ওরে হট করছি... এখন ওরে ঠান্ডা করতাছি!”
- ‘ওরে ঠান্ডা করতাছস, তাইলে তুই এখন ঠান্ডায় বসে ক্যা?’
--“এতক্ষন কম্বলের গরমে থাইক্যা আরামে ওরে হট করছি, তাই এখন নিজেরে ঠান্ডায় রাখিয়া ওড়ে ঠান্ডা করতাছি”
( তারপর শীত চলে যাওয়ার পর ও বন্ধু কম্বল তুলিয়া রাখে নাই বলে কইলাম)
-‘কিরে গরম তো পড়ল, এখনো এইডার কাম কি?’
--“আমি এইডার তলে না থাকিলে ওর নাকি ইমেজ আসে না তাই এখন ও উঠায় নাই...”
---
শীতকাল পড়েই গেল... যাদের গরমকালে কম্বলের নিচে ও থাকতে হয় তারা এই সিজনে কম্বলের নিচে থাকার ভাল একটা ট্রায়াল দিতে পারবেন … যেই প্র্যাকটিস দিয়ে গরমের ৭ মাস ও কম্বলের নিচে থাকতে সমস্যা হবে না
...“বেচে থাকুক প্রেমিক জুগল, বেচে থাকুক শীতকাল, বেচে থাকুক কম্বল!!
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
িবষন্নতা বলেছেন: ভাই লেপের কি হইবো??????